সালমান খানের পর এবার লরেন্স বিশ্নোই গ্যাংয়ের হুমকির মুখে পড়লেন আরেক বলিউড তারকা অভিনব শুক্লা।
সালমানকে ঘিরে আগেও একাধিকবার হুমকির খবর সামনে এসেছে—তাকে লক্ষ্য করে গুলি চালানো থেকে শুরু করে, তার বাবা সেলিম খানকে প্রাতর্ভ্রমণের সময় হুমকি দেওয়া পর্যন্ত। ফলে খান পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়।
এবার সেই একই ধরনের হুমকির অভিযোগ তুললেন অভিনেতা অভিনব শুক্লা। তার দাবি, একটি অজানা নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয়। নিজেকে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেয় হুমকিদাতা।
ঘটনা সামনে আসতেই বলিউডে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে তারকাদের মধ্যে।
সালমান খানের বাড়িতে যেমন গুলি চালানো হয়েছিল, সেই একই কায়দায় অভিনবের বাড়িতেও গুলি চালানো হবে। এমনই হুমকি এসেছে ছোট পর্দার অভিনেতার কাছে।
অভিনব তার সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে বিষয়টি জানিয়েছেন। অঙ্কুশ গুপ্ত নামে এক ব্যক্তি অভিনবকে ইনস্টাগ্রামে ব্যক্তিগতভাবে সেই হুমকিবার্তা পাঠান।
সেই বার্তায় লেখা ছিল, “আমি লরেন্স বিশ্নোইয়ের লোক। তোর বাড়ির ঠিকানা আমার জানা আছে। আসব নাকি? সালমান খানের বাড়িতে যেমন গুলি করেছিলাম। তোর বাড়িতেও একে ৪৭ দিয়ে তেমনই গুলি চালাব।”
এই বার্তার মধ্যে একাধিক অশালীন শব্দও জুড়ে দিয়েছিলেন অঙ্কুশ নামে সেই ব্যক্তি।
সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিনবের প্রতিদিনের চলাফেরার বিষয়ে ওয়াকিবহল বলেও জানান। পাশাপাশি নিরাপত্তারক্ষীদেরও গুলি করে হত্যা করার হুমকি দিয়েছেন।
হুমকিবার্তা শেয়ার করে অভিনব লেখেন, “আমার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে, এই ব্যক্তি চণ্ডীগড় বা মোহালির বাসিন্দা। যারা এই ব্যক্তিকে চিনতে পারছেন, তারা পদক্ষেপ গ্রহণ করুন।”
এখানেই শেষ নয়। অভিনবের স্ত্রী রুবিনা দিলাইকও এমন হুমকিবার্তা পেয়েছেন। তবে সেই হুমকিদাতা নিজেকে ‘বিগ বস্’ খ্যাত আসিম রিয়াজের অনুরাগী বলে দাবি করেছেন।
কিছুদিন আগেই ‘ব্যাটলগ্রাউন্ড’ নামে একটি রিয়্যালিটি শো-এ আসিমের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন রুবিনা। রূঢ় আচরণের জন্য অনুষ্ঠান থেকে বাদ পড়তে হয় আসিমকে।
আরএ