ঘুষ নিতে গিয়ে ধরা পড়ল ভুয়া পুলিশ

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের পরিচয় দিয়ে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন অমর ফারুখ (৩০) নামের এক ব্যক্তি।

রোববার (২০ এপ্রিল) দুপুরে বাগডোর ইয়াসিনা দাখিল মাদ্রাসায় নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে অর্থ নেন তিনি। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ সময় স্থানীয়রা ভুয়া পুলিশ বুঝতে পেরে তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত ভুয়া পুলিশ অমর ফারুখ দিনাজপুর সদর থানার আমিন উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা।

তিনি বলেন, দুপুরে উপজেলার বাগডোর ইয়াসিনা দাখিল মাদরাসা থেকে ফোনের মাধ্যমে জানতে পারি যে, পুলিশ পরিচয় দেওয়া এক ব্যক্তিকে তারা আটক করে রেখেছে। সংবাদ পেয়ে ফোর্স পাঠায় এবং তাকে আটক করে থানায় আনা হয়েছে। সে আমাদের কোনো পুলিশ সদস্য না। আসামি ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ওই মাদরাসার একজন শিক্ষকের নিকট তিন হাজার টাকা ঘুষ নিয়েছেন। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে। 

আরএ



Share this news on: