রাজধানীর বহুতল ভবনের টয়লেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। 

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৬টায় ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশের টয়লেটের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি ধামরাই থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথাসহ বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আরএ

Share this news on: