পিসিবির বিরুদ্ধে অভিযোগ তুললেন গিলেস্পি, মেলেনি পারিশ্রমিক

পাকিস্তান টেস্ট দলের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, ৯ মাস দায়িত্ব পালনের পরও এখনও তার পারিশ্রমিক পরিশোধ করা হয়নি।

অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেট তারকা ২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তান টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ পান। তবে গত ডিসেম্বর মাসে পিসিবির সঙ্গে মতবিরোধের কারণে তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই গিলেস্পি পিসিবির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন।

সম্প্রতি একটি স্থানীয় ক্রীড়া প্ল্যাটফর্মকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী গিলেস্পিকে প্রশ্ন করা হয়, পিসিবির সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল। জবাবে তিনি বলেন, “আমি পাকিস্তান ক্রিকেটের প্রতি কোনো রকমের বিরূপ মনোভাব পোষণ করি না, তবে এখনো আমি আমার প্রাপ্য অর্থের অপেক্ষায় আছি।"

তিনি আরও বলেন, “বিশদে না গিয়ে বলছি, আমার করা কাজের কিছু পারিশ্রমিক এখনো পাওয়া বাকি আছে। আশা করি, এই বিষয়টি শিগগিরই মীমাংসা হবে। স্বীকার করছি, এটি কিছুটা হতাশাজনক। তবে আশা করছি, বিষয়টি দ্রুতই সমাধান হবে।"

এছাড়াও পাকিস্তানে কাজ করার অভিজ্ঞতা যে তার কোচিংয়ের প্রতি ভালোবাসায় ছায়া ফেলেছে, তা নিয়ে আগেই মন্তব্য করেছেন তিনি।

কয়েক দিন আগ্র গিলেস্পি বলেছিলেন, “পাকিস্তানের অভিজ্ঞতা আমার কোচিংয়ের প্রতি ভালোবাসাকে নষ্ট করেছে, সত্যি বলছি। আমি নিশ্চিত, সেটা আবার ফিরে পাবো, কিন্তু ওই অভিজ্ঞতা সত্যিই একটি ধাক্কা ছিল। যেভাবে সবকিছু শেষ হলো, তা আমাকে খুব হতাশ করেছে।”

“এটা আমাকে ভাবিয়ে তুলেছে আমি আদৌ আবার ফুল-টাইম কোচ হতে চাই কিনা,” মন্তব্য করেন গিলেস্পি।

এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি আরও অভিযোগ করেন, কোচিংয়ের সময় তিনি নানা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রাজনীতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে সাদা বলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ তার কর্তৃত্ব খর্ব করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

অত্যন্ত কঠোর ভাষায় গিলেস্পি বলেন, “সে ছিল একেবারে কৌতুকপূর্ণ একজন মানুষ।”

তিনি আরও যোগ করেন, “অভ্যন্তরীণ রাজনীতি আর দলীয় সমন্বয়ের অভাব পুরো কাজটাকেই অসহনীয় করে তুলেছিল।”

আরএ

Share this news on:

সর্বশেষ

img
রণবীরের ‘রামায়ণ’এ রাবণ যশ!শুটিংয়ের আগে ‘কেজিএফ’তারকার পূজা Apr 22, 2025
img
সাকিবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক Apr 21, 2025
img
বাগেরহাটে তৈরি নান্দনিক কাঠের ঘর যাচ্ছে বিদেশে Apr 21, 2025
img
ডিসেম্বরের মধ্যে ভোট চায় জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি Apr 21, 2025
img
মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার Apr 21, 2025
img
চলে গেলেন পোপ ফ্রান্সিস, এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে Apr 21, 2025
img
কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ Apr 21, 2025
img
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ Apr 21, 2025
img
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময় Apr 21, 2025
img
ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক Apr 21, 2025