গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩৩

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৩৩ ফিলিস্তিনি। সোমবার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরা বলছে, ইসরায়েল গাজার আল-মাওয়াসিরের মতো তথাকথিত ‘নিরাপদ অঞ্চলেও’ হামলা চালিয়েছে। একইসঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। রাজধানী সানার একটি জনবহুল বাজারে চালানো সর্বশেষ হামলায় নিহত হয়েছেন ১২ জন, আহত হয়েছেন অন্তত ৩০ জন।

অন্য এক প্রতিবেদনে, বার্তাসংস্থা আনাদোলু জানায়, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২০১ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮৬৯ জন।

গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় নিহত হয়েছেন আরও ১ হাজার ৮২৭ জন, আহত হয়েছেন ৪ হাজার ৮২৮ জন। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

জাতিসংঘ বলছে, ইসরায়েলি আক্রমণে গাজার ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।

এছাড়া, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলমান রয়েছে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাকিবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক Apr 21, 2025
img
বাগেরহাটে তৈরি নান্দনিক কাঠের ঘর যাচ্ছে বিদেশে Apr 21, 2025
img
ডিসেম্বরের মধ্যে ভোট চায় জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি Apr 21, 2025
img
মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার Apr 21, 2025
img
চলে গেলেন পোপ ফ্রান্সিস, এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে Apr 21, 2025
img
কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ Apr 21, 2025
img
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ Apr 21, 2025
img
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময় Apr 21, 2025
img
ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক Apr 21, 2025
img
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার Apr 21, 2025