বাংলাদেশে ভারত অর্থায়িত রেল সংযোগ প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত করেছে নয়াদিল্লি। প্রায় ৫ হাজার কোটি রুপির তিনটি নির্মাণ প্রকল্প ও পাঁচটি জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ভারত। এতে করে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোকে বাংলাদেশের ভেতর দিয়ে রেল সংযোগ স্থাপনের পরিকল্পনায় বড় ধাক্কা লাগল।
স্থগিত হওয়া তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে:
আখাউড়া-আগরতলা ক্রস-বর্ডার রেল সংযোগ,
খুলনা-মোংলা বন্দর রেললাইন,
ঢাকা-টঙ্গি-জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ।
আখাউড়া-আগরতলা প্রকল্পের আওতায় নির্মাণাধীন ১২.২৪ কিলোমিটার রেললাইনের মধ্যে ৬.৭৮ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে। অপরদিকে, মোংলা বন্দর রেল সংযোগ প্রকল্পটি কনসেশনাল লাইন অব ক্রেডিটের মাধ্যমে ৩ হাজার ৩০০ কোটি রুপির অর্থায়নে বাস্তবায়িত হচ্ছিল।
ঢাকা-টঙ্গি-জয়দেবপুর প্রকল্পে ১ হাজার ৬০০ কোটি রুপির ব্যয় হলেও তা অর্ধেকের বেশি অগ্রসর হয়নি। অর্থ ছাড়ে জটিলতা দেখা দিয়েছে বলে উল্লেখ করেছে দ্য হিন্দু।
একাধিক সূত্র জানায়, বাংলাদেশে অনিশ্চয়তা থাকায় ভারত এখন উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, নেপাল ও ভুটানের সঙ্গে বিকল্প রেল যোগাযোগের দিকে ঝুঁকছে। এরইমধ্যে নেপাল-ভুটান হয়ে নতুন রুটে সাড়ে ৩ থেকে ৪ হাজার কোটি রুপির প্রকল্প পরিকল্পনা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে এড়িয়ে এই নতুন কৌশল বাস্তবায়ন হলে আঞ্চলিক রেল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের রদবদল ঘটবে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যুক্ত করতে পারে।
এসএস/এসএন