বিশ্বখ্যাত অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি গাজার পরিস্থিতি নিয়ে তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (স্থানীয় সময়) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গাজার মানবিক অবস্থা নিয়ে ডক্টরস উইদাউট বর্ডারস (ডব্লিউএফএস) এর একটি প্রতিবেদন শেয়ার করেছেন, যেখানে গাজার পরিস্থিতি 'ফিলিস্তিনিদের ও তাদের সাহায্যকারীদের জন্য এক গণকবর' হিসেবে বর্ণনা করা হয়েছে।
জোলি তার পোস্টে বলেন, ইসরাইলি বাহিনী গাজায় সামরিক অভিযান জোরপূর্বক বাস্তুচ্যুতি ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত করছে, যা ফিলিস্তিনিদের জীবনব্যবস্থাকে ধ্বংস করছে। ডব্লিউএফএস গাজার উপর ইসরাইলি 'অমানবিক ও প্রাণঘাতী অবরোধ' অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিনিদের জীবন ও সহায়তাকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
জোলি দীর্ঘ দুই দশক ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। তার পোস্টে একটি টেকসই যুদ্ধবিরতির প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
এসএস/এসএন