‘আমার ক্যারিয়ার ধ্বংস করেছে বিসিবি’—চন্ডিকা হাথুরুসিংহের বিস্ফোরক অভিযোগ
মোজো ডেস্ক 10:04AM, Apr 21, 2025
২০২৩ সালের ভারত বিশ্বকাপে টাইগার ক্রিকেটার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের মুখে আলোচনায় ছিলেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের বোর্ড এসে গত বছরের ৫ আগস্ট তাঁকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। তবে এই পুরো ঘটনার ব্যাপারে মুখ খুলেছেন হাথুরুসিংহে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার কোড স্পোর্টস-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো খেলোয়াড়কে কখনও শারীরিকভাবে আঘাত করিনি। নাসুমকে ব্যাটারদের গ্লাভস নিয়ে যেতে পিঠে হালকা করে ইশারা করেছিলাম মাত্র।” তিনি অভিযোগ করেন, বিসিবি তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পূর্বপরিকল্পিতভাবে চুক্তি বাতিল করেছে।
তিনি বলেন, “ক্রিকেটই আমার জীবন। বিসিবি আমাকে সুযোগ না দিয়ে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।” হাথুরুসিংহের বক্তব্যে সায় দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং কোচ নিক পোথাসও।
বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ অবশ্য কোচকে ছাঁটাইয়ের পক্ষে সাফ জানিয়ে দিয়েছিলেন, “একজন জাতীয় দলের ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে যেটা হওয়ার সেটাই হয়েছে। এটা আরও আগেই হওয়া উচিত ছিল।”
প্রসঙ্গত, হাথুরুসিংহের প্রথম মেয়াদেও ড্রেসিংরুমে তার ‘কড়া হেডমাস্টারি’ নিয়ে সমালোচনা ছিল। দ্বিতীয় মেয়াদে এসে তার বিদায় আরও বিতর্কিত রূপ নেয়।