ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শিগগিরই অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ উন্মোচন করতে যাচ্ছে, যা মার্কিন যুদ্ধজাহাজগুলোর চেয়েও উন্নত বলে দাবি করেছেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি।
সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শহীদ বাঘেরি’ নামের এই যুদ্ধজাহাজটি একইসঙ্গে ড্রোন ক্যারিয়ার, ক্ষেপণাস্ত্র লঞ্চার ও ভ্রাম্যমাণ নৌঘাঁটি হিসেবে কাজ করতে পারবে। এটি একসঙ্গে ১৪টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহনের সক্ষমতা রাখে।
তাংসিরি আরও বলেন, “আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়েও উন্নত। প্রয়োজন হলে এটি জনসমক্ষে উন্মোচন করা হবে।”
পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজকের দিনে আমেরিকা আমাদের তেল ট্যাংকারে হামলা করতে পারবে না। যদি করে, আমরা কঠোর জবাব দেব।”
তিনি জানান, আইআরজিসি এরইমধ্যে মিসাইল, ড্রোন ও সাবমেরিন উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
এসএস/এসএন