আমরা যেটাকে সাধারণভাবে “মাথা ঘোরা” বলি, আসলে সেটি মাথার ঘোর নয়, বরং এক ধরনের অনুভূতি—বলছেন বিশেষজ্ঞরা।
অনেকেই অভিযোগ করেন, দীর্ঘ সময় চিৎ হয়ে থাকার পর হঠাৎ কাত হলে চারপাশ ঘোরার মতো মনে হয়। এমনকি অবলম্বন ধরেও যেন চারদিক ঘুরছে বলে মনে হয়।
ফিজিওথেরাপি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অনুভূতির মূল উৎস সাধারণত থাকে আমাদের কানের ভেতরে। কানের ভেতরে থাকা ছোট ছোট ক্রিস্টাল (অণু) কোনো কারণে সঠিক অবস্থান হারালে ভারসাম্য ব্যবস্থায় বিঘ্ন ঘটে।
তারা আরও জানান, ঘাড়ের ব্যথা থেকেও মাথা ঘোরার অনুভূতি হতে পারে। কেউ কেউ আবার কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ অনুভব করলেও মাথা ঘোরে বলে মনে করেন।
বিশেষজ্ঞদের পরামর্শ, এ ধরনের উপসর্গ দেখা দিলে অযথা আতঙ্কিত না হয়ে দ্রুত একজন কান, নাক, গলা বিশেষজ্ঞ বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া উচিত।
মাথা ঘোরার প্রকৃত কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব।
এসএস/এসএন