জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) টিএসসির একটি দোকান নিয়ে ছাত্রদল নেতা ও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক কর্মচারীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত চার বছর ধরে দোকানটি চালিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী গোবিন্দ। কর্মঘণ্টার বাইরে দোকানটি তার পরিবারের আয়ের অন্যতম উৎস ছিল। তবে সম্প্রতি দোকানের সহকারী চলে যাওয়ার পর ছাত্রদল নেতা হাসান সজীব দোকানে তালা দেন এবং দাবি করেন—এখন থেকে তিনিই দোকান চালাবেন।
গোবিন্দ জানান, “আমি দিনে মজুরি ভিত্তিক কাজ করি, বাকি সময় দোকান চালাতাম। দোকানের আয়ে দুই মেয়ের পড়াশোনা চলতো। এখন সেটাও অনিশ্চিত।”
অপর দোকানিদের কেউ কেউ জানান, সজীব নিজের উপস্থিতিতেই দোকানে তালা দেন এবং গোবিন্দকে দোকান ছাড়তে বলেন।
অভিযুক্ত হাসান সজীবের দাবি, “দোকানটি আগে রনি ভাই চালাতেন। তিনি আমাকে চাবি দিয়ে গেছেন। আমি গোবিন্দকে মালিক হিসেবে দেখিনি। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী কিভাবে দোকান দখলে রাখবেন?”
ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।