ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে আছে এখনো : মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পর বল হাতেও খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ৮২ রানের লিড পেয়েছিল জিম্বাবুয়ে। এরপর শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে টাইগাররা। তবে এবারও শুরুটা ভালো হয়নি। সাদমান ইসলামকে হারিয়ে ২৫ রানে পিছিয়ে থেকেই দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ১৩ ওভারে এক উইকেট হারিয়ে ৫৭ রান করেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয়ের সংগ্রহ ২৮ রান, আর মুমিনুল হকের ১৫ রান।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনি মনে করেন, বাংলাদেশ এখনো রানে পিছিয়ে থাকলেও ম্যাচে খুব একটা পিছিয়ে নেই। এখান থেকে ফেরার যথেষ্ট সুযোগ দেখছেন এই অলরাউন্ডার।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এখনও আমাদের নিয়ন্ত্রণে আছে। আমি মনে করি। কারণ ওরা হয়ত ৮২ লিড পেয়েছে। আমরা ২৫ রান পিছনে আছি। ১ উইকেট গেছে, এখনো ব্যাটার আছে আমাদের। যদি আমরা ভালো টোটাল দিতে পারি ওদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে।’

জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রায়ান বেনেট মনে করছেন ম্যাচে দুই দলই সমান জায়গায় আছে। তিনি বলেন, ‘হ্যাঁ, আগের দিন আমরা ভালো করেছিলাম। বাংলাদেশ ভালো দল। আজ তারা ভালো করেছে। ম্যাচটা এখন ব্যালেন্সে আছে।'

'আমরা কিছুটা এগিয়ে আছি মনে হয়, শেষ বেলায় একটি উইকেট তোলার কারণে। কাল একটি বড় দিন হতে যাচ্ছে। আমাদের চেষ্টা করতে হবে যেন তারা অত বেশি রান তুলতে না পারে যেন আমাদের বেশি বড় রান তাড়া করতে না হয়।’-যোগ করেন তিনি।

 আরএম/টিএ 

Share this news on: