মহাকাশ থেকে পারমাণবিক মিসাইল ছুঁড়বে রাশিয়া!

রুশ মিসাইলের ভয়ে যখন আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব শঙ্কিত, তখন নতুন এক রহস্যময় কর্মকাণ্ডে পুরো দুনিয়াকে চমকে দিল পুতিন প্রশাসন। রাশিয়ার মহাকাশে সামরিক তৎপরতা নিয়ে যে তথ্য প্রকাশ্যে এসেছে, তা যদি সত্যি হয়, তাহলে বদলে যেতে পারে প্রথাগত যুদ্ধের পুরো সংজ্ঞা।

জমিন থেকে নয়, এবার মহাকাশ থেকেই হতে পারে আক্রমণ। সম্প্রতি রাশিয়া পৃথিবীর কক্ষপথে যে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগে পশ্চিমা দেশগুলো। মার্কিন মহাকাশ সংস্থা এবং গোয়েন্দাদের দাবি, রাশিয়া এই উপগ্রহগুলোর মাধ্যমে মহাকাশে পারমাণবিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়েছে তিনটি সামরিক কৃত্রিম উপগ্রহ—কসমস ২৫৮১, ২৫৮২ ও ২৫৮৩। এসব উপগ্রহ থেকে রহস্যময় কিছু বস্তু বের হতে দেখা গেছে, যা দেখে প্রথম থেকেই সন্দেহ দানা বাঁধে মার্কিন মহাকাশ ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে। তাদের ধারণা, এগুলো আসলে পারমাণবিক মিসাইল লঞ্চারের অংশ।

এই উৎক্ষেপণ হয় উত্তর রাশিয়ার পুলেস্কো কসমড্রোম থেকে, এবং এপ্রিলের প্রথম সপ্তাহেই ইউএস স্পেস ফোর্স (USSF) শনাক্ত করে কসমস ২৫৮৩ উপগ্রহ থেকে আলাদা হয়ে কক্ষপথে ঘুরতে থাকা এক রহস্যময় বস্তুকে। যদিও এর সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি তারা, তবুও সন্দেহটা আরও ঘনীভূত হয়।

রুশ বাহিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না আসায়, আতঙ্ক আরও বাড়ছে পশ্চিমাদের মধ্যে। ইউএসএসএফ-এর দাবি, উপগ্রহটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে খণ্ড খণ্ড হয়ে যায়নি, বরং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহাকাশে ছড়ানো হয়েছে।

মার্কিন স্পেস কমান্ড গত বছর ডিসেম্বরেই এ নিয়ে প্রথমবারের মতো উদ্বেগ প্রকাশ করেছিল। তারপর থেকেই ওই বস্তুটির গতিবিধির ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। সাহায্য নেওয়া হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক স্পেস ট্র্যাকিং সংস্থারও।

যদিও রাশিয়ার দাবি, এই বস্তুটির কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই, তবে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, যেকোনো সময় এটি ব্যবহার করে প্রতিপক্ষ দেশের স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারে রুশ বাহিনী। এর ফলে মহাশূন্যেই শুরু হতে পারে এক নতুন ধরনের ঠাণ্ডা যুদ্ধ।

বিশেষজ্ঞদের মতে, সত্যিই যদি মহাকাশ থেকে পারমাণবিক হামলার সক্ষমতা অর্জন করে রাশিয়া, তবে তা হবে ইতিহাসের এক মোড় ঘোরানো ঘটনা— যেখানে যুদ্ধ আর শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, পৌঁছে যাবে কক্ষপথেও।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো বাদ দেওয়ার আহ্বান ক্লাসেনের Jul 03, 2025
img
এইচএসসি পরীক্ষায় নকল করায় একই কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার Jul 03, 2025
img
সীমান্তে হত্যাকাণ্ড পঞ্চাশ বছরেও কোনো সরকার বন্ধ করতে পারে নাই : নাহিদ ইসলাম Jul 03, 2025
img
পনেরো বছর পর গানে ফিরলেন শঙ্কর চক্রবর্তী Jul 03, 2025
img
‘বর্ডার ২’ করলেও ভবিষ্যৎ অনিশ্চিত দিলজিতের Jul 03, 2025
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরও বৈবাহিক সম্পর্ক;শ্রীঘরে মানবাধিকার কর্মী Jul 03, 2025
বিচার বিভাগের সংস্কার নিয়ে যে জটিলতার কথা জানালেন তারেক Jul 03, 2025
ছোট উদ্যোক্তাদের বিপদে ফেলতে পারে বিটিআরসি নীতি, অভিযোগ বিএনপির Jul 03, 2025
যেকারনে হোয়াইট হাউস থেকে বেড়িয়ে যেতে হয় জাকারবার্গকে Jul 03, 2025
মাত্র ৮ মাসেই বদল পররাষ্ট্র সচিব, নীতিহীনতায় অচল মন্ত্রণালয়! Jul 03, 2025
চাঁ'দা না পেয়ে রাজবাড়ী বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম Jul 03, 2025
সুভাষ ঘাইয়ের নতুন সিনেমায় ‘হিরোইন’ চরিত্রে অভিনেতা রীতেশ Jul 03, 2025
img
নতুন চমকের আভাস দিলেন রণবীর সিং Jul 03, 2025
বাংলা নাটকে দর্শকপ্রিয়তার শীর্ষে যে ছয়জন অভিনেত্রী I Jul 03, 2025
ইনজুরি থেকে ফিরে তাসকিনের রাজকীয় প্রত্যাবর্তন Jul 03, 2025
শিশুর নাম রাখার ক্ষেত্রে যা করা যাবে না Jul 03, 2025
img
প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে : শিক্ষা উপদেষ্টা Jul 03, 2025
img
‘কুলি’ বনাম ‘ওয়ার টু’ ,বক্স অফিসে হাজার কোটি রুপি ক্লাবে পৌঁছাবে কে? Jul 03, 2025
img
স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম ব্যবহার বাতিল Jul 03, 2025
img
শুটিং শেষ, নভেম্বরেই বড় পর্দায় আসছে ধানুশ-কৃতির ‘তেরে ইশক মেঁ’ Jul 03, 2025