ফোর্ত ও ফাতির আপত্তিকর আচরণে যে বার্তা দিলেন বার্সা কোচ

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাননি আনসু ফাতি ও এক্তর ফোর্ত। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন এই দুই ফুটবলার। তাদের ক্ষোভ প্রকাশের ধরণ এমন ছিলো যে, তা ভালোভাবে নেননি কোচ হ্যান্সি ফ্লিক। যে কারণে অসন্তোষ প্রকাশ করেছেন এই জার্মান কোচ।
 
ঘরের মাঠে গত শনিবার (১৯ এপ্রিল) সেল্টা ভিগোর মুখোমুখি হয়েছিলো বার্সেলোনা। ৬৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয় কাতালানরা।এ ম্যাচে ওয়ার্মআপ করার পরও বদলি হিসেবে মাঠে নামতে পারেননি ফাতি ও ফোর্ত। ক্ষোভে ডাগআউটের পাশে থাকা ‘ওয়াটার কুলারে’ লাথি মারেন আনসু ফাতি। বেঞ্চে বসে থাকা ডিফেন্ডার ফোর্তও হতাশা প্রকাশ করেছেন মাঠে নামার সুযোগ না পেয়ে।
 
ম্যাচ শেষ হওয়ার পর কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে করমর্দন এড়িয়ে যান ফোর্ত। বিষয়টি লক্ষ্য করে সাইডলাইনে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন ফ্লিক। তবে তাতেও তেমন একটা সাড়া দেননি ফোর্ত, উল্টো সরাসরি ড্রেসিং রুমে চলে যান তিনি।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে এই দুই খেলোয়াড়ের ওই দিনের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। এমন প্রশ্নে তাদের একটি বার্তা দেন ফ্লিক।
 
‘আমি বুঝতে পারছি তারা হতাশ ছিলো, কিন্তু ওভাবে প্রতিক্রিয়া দেখানোর কারণ বুঝতে পারছি না। মাঠে খেলার সময় তাদের সঠিক প্রতিক্রিয়া দেখতে চাই, কোনও ম্যাচ জয়ের পরে নয়।’ চলতি মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি ফাতি ও ফোর্ত। সে কারণেই মাঠে না নামতে পেরে তারা হতাশ।

এবারের মৌসুমে তিনটি শিরোপার দৌড়ে আছে বার্সেলোনা। লা লিগায় আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগেও সেমি-ফাইনালে পৌঁছে গেছে ক্লাবটি। আর আগামী শনিবার (২৬ এপ্রিল) কোপা দেল রের ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। 


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সরকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে : রিজওয়ানা হাসান Apr 22, 2025
img
ইটনায় চাচার বিরুদ্ধে ভাতিজাকে হত্যার অভিযোগ Apr 22, 2025
img
সংস্কার রাষ্ট্রের বিষয়, তাই তাড়াহুড়া নয় : সালাহউদ্দিন Apr 22, 2025
img
প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে: ড. আলী রীয়াজ Apr 22, 2025
img
পাহাড়ি ঢলে বৃদ্ধি পাচ্ছে সোমেশ্বরীর পানি Apr 22, 2025
img
যশোরের টিআরএম প্রকল্প নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ Apr 22, 2025
img
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দিনের বৈঠক শুরু Apr 22, 2025
img
ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারের নিঃশর্ত মুক্তির দাবি Apr 22, 2025
img
সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে Apr 22, 2025
img
সরকারি চালসহ আটক হওয়া কৃষক দল নেতা বহিষ্কার Apr 22, 2025