দীঘির সঙ্গে ‘দেনা পাওনা’ করবেন ইমন

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনাপাওনা’ নামের সেই ছোটগল্পকে চলচ্চিত্রে রূপ দিচ্ছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

আর এই সিনেমা দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন দুই অভিনয় শিল্পী মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি। পূবাইল ও টাঙ্গাইলে সরকারি অনুদানের এই সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মাস থেকে।

সাদেক সিদ্দিকী বলেন, রবীন্দ্র সাহিত্যনির্ভর চলচ্চিত্রের নির্মাণ খুব একটা হয় না। এই ধরনের মর্মস্পর্শী গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ থেকে সিনেমাটি করা। আমাদের প্রি প্রোডাকশনের কাজ চলছে। শুটিং শুরু করব মে মাস থেকে।

সাদেক সিদ্দিকী আরও জানান, সিনেমায় নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দীঘি। আর কলকাতায় কর্মরত ম্যাজিস্ট্রেটের চরিত্রে আসছেন ইমন।

রবীন্দ্রনাথের গল্প বলেই ‘দেনাপাওনা’ নিয়ে চ্যালেঞ্জ খানিকটা বেশি দেখছেন ইমন। তিনি বলেন, দর্শকরা চরিত্রগুলোর প্রতিটি দিক সম্পর্কে জানেন, সেগুলো যথাযথভাবে তুলে ধরা কঠিন।
সিনেমার গল্পে দেখা যাবে- কলকাতার এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিয়ে ঠিক হয় নিরুপমার, যে ছেলেটি আবার জমিদারপুত্রও। কিন্তু বিয়ের পণ দিতে না পারার গ্লানিতে নিরুপমার বাবা আত্মহত্যা করেন।

‘দেনাপাওনা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘি ছাড়াও আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমাসহ আরো অনেকে।

আরআর/টিএ 

Share this news on: