ভুয়া এক্স অ্যাকাউন্ট ঘিরে বিপাকে সোনু নিগম, সতর্ক করলেন অনুরাগীদের

গত আট বছর ধরে তিনি এক্স (সাবেক টুইটার) ব্যবহার করছেন না। কিন্তু সেই প্ল্যাটফর্মেই সাইবার জালিয়াতির শিকার হলেন বলিউড গায়ক সোনু নিগম। তার নামে খোলা একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্নজনকে বার্তা পাঠানো হচ্ছে—বিষয়টি জানাজানি হতেই সতর্কবার্তা দিলেন তিনি।

সোমবার রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সোনু জানান, ‘সোনু নিগম সিংহ’ নামে এক ব্যক্তি তাঁর পরিচয় ব্যবহার করে এক্সে একটি ফেক প্রোফাইল খুলেছেন এবং তা থেকে বিভিন্ন মানুষকে মেসেজ পাঠাচ্ছেন। বিষয়টি জানতে পেরে তিনি নিজে এবং তাঁর টিম তা খতিয়ে দেখে নিশ্চিত হন—এটি সম্পূর্ণ ভুয়া।

সোনু অনুরোধ করেছেন, কেউ যেন সেই অ্যাকাউন্টের কোনো বার্তা বিশ্বাস না করেন। প্রয়োজনে তা ব্লক করে সাইবার অপরাধ দমন শাখার সহায়তা নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে শাসকবিরোধী কিছু পোস্টও করা হয়েছে, যা তার ভাবমূর্তি নষ্ট করছে। দ্রুত এই বিষয়ে মুম্বই সাইবার অপরাধ শাখার কাছে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি।


এসএস/টিএ


Share this news on: