তিন বছর পর আবারও হচ্ছে ‘ঢাকা রক ফেস্ট’

রক মিউজিক নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ‘ঢাকা রক ফেস্ট’। পরপর তিনবার অনুষ্ঠিত হয়েছে এ কনসার্ট। যেগুলোতে দেশের প্রথমসারির ব্যান্ডগুলো পারফরম করেছে। সর্বশেষ ২০২২-এ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হয়েছিল রক উৎসব।

তিন বছর পর পুনরায় আয়োজিত হচ্ছে রক ফেস্ট। মে মাসেই বসবে এ জমকালো আসর। তবে তারিখ এখনো ঘোষণা করেনি আয়োজক স্কাই ট্র্যাকার। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকেও নতুন আসরের ঘোষণা দেওয়া হয়েছে।

এর প্রধান নির্বাহী দোজা এলান জানান, পুরোদমে চলছে প্রস্তুতি। শিগগিরই ‘ঢাকা রক ফেস্ট ৪.০’-এর বিস্তারিত তথ্যসমেত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এবারও শ্রোতাপ্রিয় ব্যান্ডগুলোকে শামিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

২০২২ সালে দুই দিনব্যাপী ওই কনসার্টে ৩২টি ব্যান্ড অংশ নিয়েছিল।

এত ব্যান্ড নিয়ে দেশে আর কোনো কনসার্ট হয়নি। এবারও দর্শকদের জন্য থাকছে সুর-তালের উৎসব আর বাদ্যের মুগ্ধকর পরিবেশনা। এবারও তালিকায় থাকবে সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলো।

এফপি/টিএ

Share this news on: