নেত্রকোনায় সাবস্টেশনে আগুন, সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন কারাগার

নেত্রকোণা শহরের কুড়পাড় এলাকায় বিদ্যুতের উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ কারণে সাড়ে সাত ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা কারাগার। সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সাবস্টেশনে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে কারাগারের লোকজন ও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।

জেলা কারাগার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নেত্রকোণা কার্যালয়ের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০ টার দিকে শহরের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। ১০টা ২৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ঠিক ৫ মিনিটের মধ্যে কারাগারের প্রাচীরসংলগ্ন নিজস্ব সাবস্টেশনে হঠাৎ করে আগুন ধরে যায়।

এ সময় কারাগারের লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে কারাগার।

কারাগার সূত্র জানায়, কারাগারে অন্তত ৬৮৯ জন বন্দি রয়েছেন। এসব বন্দিরা অন্ধকারের মধ্যে ছিলেন। রাতভর কারাগারে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্ব ছিল সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নেত্রকোণা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবদুল কাদির বলেন, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে সাবস্টেশনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও লোকজনের সহায়তায় কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। বিদ্যুতের লোকজন সাবস্টেশনটি সচল করতে কাজ করছেন। তারা জানিয়েছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে সাবস্টেশনের ট্রান্সফরর্মার বিকল হয়ে গেছে। কারাগারের অভ্যন্তরে বিশেষ জায়গায় জেনারেটরের ব্যবস্থা ছিল। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে সরবরাহ স্বাভাবিক হয়’।

নেত্রকোণা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক হাফিজুর রহমান জানান, নেত্রকোনা কারাগারে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

পিডিবি নেত্রকোণা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন, লোডশেডিংয়ের পর বিদ্যুৎ সরবরাহ করা হলে কিছুক্ষণের মধ্যে কারাগারের নিজস্ব সাবস্টেশনে আগুন ধরে যায়। পিডিবির লোকজন তা সারাতে কাজ করেছে। আজ সকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

আরআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে আলটিমেটাম Apr 22, 2025
img
ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন অভিনেত্রী পায়েল Apr 22, 2025
img
জনগণের কাছে বিচারের আহ্বান সিটি কলেজ অধ্যক্ষের Apr 22, 2025
img
কম্বোডিয়ার এক পণ্যে ৩৫২১ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের Apr 22, 2025
img
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের Apr 22, 2025
img
আবাহনী- কিংস ফাইনাল স্থগিত, সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট আবাহনী Apr 22, 2025
img
পারভেজ হত্যা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার Apr 22, 2025
img
বাবা হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি Apr 22, 2025
img
ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৩ Apr 22, 2025
img
ফেনীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রাণ গেল বিএনপিকর্মীর Apr 22, 2025