সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে নাটুয়ারপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ হাতে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১২টায় নিজবাড়ি থেকে নাসিমকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে গত বছরের ২৪ আগস্ট ও ২৯ আগস্ট দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার নাম মো. নাসিম (২৮)। তিনি উত্তর তেকানি গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি নাটুয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
কাজিপুর থানার ওসি নূরে আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার নাসিমকে আজ মঙ্গলবার সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
গত ২০ এপ্রিল উপজেলার চরাঞ্চলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতে মশাল হাতে মিছিল করে নানা স্লোগান দেয়।
এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হলে বিষয়টি পুলিশের নজরের এলে অভিযান পরিচালনা করা হয়।