পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করায় বহিষ্কার ৭ পর্যবেক্ষক

ঢাকার সাভারে এসএসসি গণিত পরীক্ষা চলাকালে বোর্ডের নিয়ম লঙ্ঘন করে স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের করায় ৭ পরিদর্শককে পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করেছে প্রশাসন। এ ছাড়াও দায়িত্ব পালনে গাফিলতির কারণে কেন্দ্র সচিবকে অব্যাহতি প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার।

গতকাল সোমবার (২১ এপ্রিল) এসএসসির গণিত পরীক্ষা চলাকালে সাভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তিনি হাতেনাতে স্মার্টফোনসহ শিক্ষকদের ধরে ফেলেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু বকর সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার গণিত পরীক্ষা চলাকালে স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তিভিত্তিক সহকারী শিক্ষক এনাম আহম্মেদ ও আনিছ মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেনকে বহিষ্কার করা হয়।

এ ছাড়াও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মাহমুদ, গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নুপুর মল্লিক ও রাশিদা বেগমকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

অন্যদিকে দায়িত্ব পালনে গাফিলতির কারণে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র-২ এর কেন্দ্র সচিব এসএম রফিকুজ্জামানকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ারা আক্তারকে।

জানতে চাইলে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের (সাভার-২) কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রফিকুজ্জামান বলেন, ‘ইউএনও স্যার কেন্দ্র পরিদর্শনে এসে পর্যবেক্ষকদের কাছে স্মার্টফোন পেয়েছেন। বোর্ডের নিয়ম অনুযায়ী কেন্দ্রে কোনো স্মার্টফোন আনতে পারবেন না পর্যবেক্ষকরা। আমি একাধিকবার পর্যবেক্ষকদের বলার পরও তারা শোনেননি। পরে তাদেরকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বকর সরকার বলেন, ‘পরীক্ষা চলাকালে মোবাইল নিয়ে প্রবেশ এবং দায়িত্বে অবহেলার কারণে অভিযুক্ত শিক্ষকদের পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষকরা আর এসএসসি পরীক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এ ছাড়া গাফিলতির কারণে কেন্দ্র সচিবকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।’

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জনগণের কাছে বিচারের আহ্বান সিটি কলেজ অধ্যক্ষের Apr 22, 2025
img
কম্বোডিয়ার এক পণ্যে ৩৫২১ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের Apr 22, 2025
img
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের Apr 22, 2025
img
আবাহনী- কিংস ফাইনাল স্থগিত, সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট আবাহনী Apr 22, 2025
img
পারভেজ হত্যা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার Apr 22, 2025
img
বাবা হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি Apr 22, 2025
img
ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৩ Apr 22, 2025
img
ফেনীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রাণ গেল বিএনপিকর্মীর Apr 22, 2025
img
ভারতে আটক বাংলাদেশি দুই কৃষক দেশে ফিরেই কারাগারে Apr 22, 2025
img
মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ, বাড়ছে ভারতের উদ্বেগ Apr 22, 2025