একদিকে সিলেটে দিনভর বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট, অন্যদিকে ময়মনসিংহে ঝড়-বৃষ্টির কারণে স্থগিত হয়ে গেছে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল।
বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ শুরু হয়েছিল রৌদ্রজ্জ্বল আবহাওয়ায়। প্রথমার্ধ ছিল জমজমাট, স্কোরলাইন ছিল ১-১।
তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র দুই মিনিট পরেই কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের শঙ্কায় খেলা স্থগিত ঘোষণা করেন রেফারি সায়মন হাসান সানি। মুহূর্তেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে—প্রচণ্ড ঝড়ে মাঠের ডাগআউটের টেন্ট উড়ে যায়। সাংবাদিকদের জন্য তাবু দিয়ে তৈরি অস্থায়ী প্রেসবক্সও বাতাসে ভেসে যায়।
গ্যালারিতে কোনো ছাউনি না থাকায় অনেক দর্শক নিরাপত্তার খোঁজে মাঠে নেমে পড়েন। ঝড়-বৃষ্টি ও বিদ্যুতের ঝুঁকির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।
এসএস/টিএ