​সিলেটে বৃষ্টি ও আলোক স্বল্পতার মধ্যে বাংলাদেশের লড়াই

সিলেটে আজ যত সময় ক্রিকেট হয়েছে, তার চেয়ে বেশি সময় নষ্ট হয়েছে বৃষ্টি ও আলোক স্বল্পতায়। ক্রিকেটের এমন অনুপযোগী পরিবেশেও কিছুটা স্বস্তি দিয়েছে বাংলাদেশের ব্যাটিং। পিছিয়ে থেকে দিন শুরু করা টাইগাররা দিন শেষ করেছে শত রানে এগিয়ে থেকে। এদিন ৩ উইকেট হারালেও ভালোভাবেই ম্যাচে ফিরেছে স্বাগতিকরা।

তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্তর সংগ্রহ ৬০ রান, আর জাকের আলির ২১ রান। ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড এখন ১১২ রানের।

আগের দিনের এক উইকেটে ৫৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি। এতে বেশ কিছু সময় নষ্ট হয়। সকাল ১০টায় খেলা শুরুর কথা থাকলেও শুরু হয় বেলা ১টায়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক আজ ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছিলেন। দুজনের জুটির রান পঞ্চাশ ছাড়ায়।

তবে মুজারাবানির শর্ট বলের ফাঁদে পড়ে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন জয়। ৬৫ বলে ৩৩ রানে টাইগার এই ওপেনার ফিরলে ভাঙে ৯৭ বলে ৬০ রানের জুটি। এরপর চারে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আগের ইনিংসে অর্ধশতরান করা মুমিনুল।

ক্রিজে নামার পর দ্রুত রান তুলছিলেন শান্ত। অন‍্য প্রান্তে দায়িত্বশীল ব‍্যাটিং করেছেন মুমিনুল। দুই বাঁহাতি ব‍্যাটারের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় ৬৫ রান। ৩৪তম ওভারে ভিক্টর নিয়াউচির শেষ বলে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৪৭ রান।

চা-বিরতির আগমুহূর্তে বাংলাদেশের বিপদ বাড়ান মুশফিকুর রহিম। মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মুশফিক। এবারও সেই ক্রেইগ আরভিনের বিশ্বস্ত হাত ক্যাচ লুফে নিতে ভুল করলো না। তার ব্যাট থেকে এসেছে ২০ বলে ৪ রান।

মুশফিকের বিদায়ে বাংলাদেশ কিছুটা হলেও বিপাকে পড়ে। তবে জাকের আলি সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেন। তিনি অপরাজিত আছেন ২১ রান করে। দিনের খেলা শেষ হওয়ার আগে ফিফটি তুলে নেন শান্ত। অধিনায়ক অপরাজিত আছনে ৬০ রানে। নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগে আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ঢাকা উত্তর সিটিতে এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী Apr 22, 2025
img
মানবতাবিরোধী অপরাধের বিচার করা এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : আইন উপদেষ্টা Apr 22, 2025
img
থানা থেকেই মোটরসাইকেল চুরি, বিচলিত পুলিশ Apr 22, 2025
img
সুনামগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেল এক শ্রমিকের Apr 22, 2025
img
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির চেষ্টা, যুবক আটক Apr 22, 2025
img
যতদিন উইকেট পরিবর্তন হবে না, ততদিন মান বাড়বে না : মুমিনুল Apr 22, 2025
img
স্বামীর বিরুদ্ধে জিডি করলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা Apr 22, 2025
img
আত্মসমর্পণ করে জামিন চাইলেন ফেনীর দুই আওয়ামী আইনজীবী Apr 22, 2025
img
কুয়েট শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের আহ্বান শিক্ষা উপদেষ্টার Apr 22, 2025
img
আকাশছোঁয়া স্বর্ণের বাজার, ভরি পৌনে ২ লাখ Apr 22, 2025