আমার শখ এখনো পূরণ হয়নি : শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অবশেষে নিজ অভিনীত ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বরবাদ’ দেখলেন প্রেক্ষাগৃহে বসে। মুক্তির ২২ দিন পর গতকাল সোমবার (২১ এপ্রিল) তিনি উপস্থিত ছিলেন রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীতে।

ছবিটি মুক্তির পর থেকেই দেশজুড়ে সিনেমা হলে দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। টিকিট সংকটে পড়েছেন অনেকেই—এমনকি শাকিব খানের পরিবারও টিকিট পাচ্ছেন না বলে তিনি নিজেই জানিয়েছেন।

দর্শকদের এমন সাড়া এবং সিনেমাটির জনপ্রিয়তা পরখ করতেই বিশেষ প্রদর্শনীতে যোগ দেন শাকিব খান।

এদিন উপস্থিত সাংবাদিকদের কাছে সিনেমাটি নিয়ে দর্শকদের ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর পরিকল্পনা নিয়েও কথা বলেন।

এ সময় শাকিব খান বলেন, ‘দর্শক সিনেমাটাকে এত ভালোবাসা দিচ্ছে, যা সত্যি অতুলনীয়। এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি।
আজ অবশেষে আসতে পারলাম।’

তিনি আরো বলেন, ‘আমি শুনছিলাম, সিনেমাটা গুলশান আপার ক্লাস থেকে গুলিস্তানের সাধারণ দর্শক সবাই দেখছেন। সবাই বলছেন, হ্যাঁ, এটাই সিনেমা।’

সিনেমা নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনার আলোকে শাকিব খান বলেন, ‘আমি একসময় স্বপ্ন দেখতাম, দেশের মাল্টিপ্লেক্সে আমার ছবি চলবে, দেশের বাইরে বলিউড, হলিউড সিনেমার পোস্টারের পাশে আমার দেশের সিনেমার পোস্টার থাকবে।

গত দু-তিন বছরে কিন্তু সেটাই হচ্ছে। দেশে-বিদেশে সবখানে আমার দেশের সিনেমা মানুষের মন জয় করছে। আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি, আরো অনেক কিছু করা বাকি আছে।

আপনারা হয়তো ভাবছেন, বরবাদ লাস্ট সিনেমা, যেটা ১০০ কোটিতে গিয়ে পৌঁছাবে। এটা শেষ নয় বরং শুরু।

গত বছর তুফান দেখেছি, ভালো বিজনেস করেছে। এ বছর বরবাদ এলো, তার চেয়েও ভালো বিজনেস করল। আগামীতে যেই সিনেমাগুলো আসবে, ইনশাআল্লাহ সেগুলো আরো ভালো করবে। ইতিমধ্যে আমার এই দুই প্রযোজক নতুন সিনেমার গল্প নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। সেই গল্পের কাছে বরবাদ অনেক ছোট মনে হবে।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা ১০০ কোটির ব্যবসা করেছিল, সেটা তাদের জন্য বিরাট ব্যাপার ছিল। কিন্তু যারা সিনেমা তৈরি করেছেন, তাদের লক্ষ্য ছিল এক হাজার কোটি। এখন দেখা যায়, পাশের দেশের সিনেমাগুলো হাজার কোটিতে না পৌঁছলে সুপারহিটই ঘোষণা করা হয় না।’

এদিন প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে বিশেষ প্রদর্শনীতে আরো উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি, মেহেদী হাসান হৃদয়, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, পরিচালক শিহাব শাহীন, দীঘি, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান, ইমন, কণ্ঠশিল্পী কোনালসহ অনেকে।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। এ ছাড়া আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কুয়েট ভিসি লজ্জায় পদত্যাগ না করলে বাধ্যতামূলক সরানো হোক: সারজিস আলম Apr 23, 2025
img
৮২ বছর বয়সেও ক্লান্তিহীন অমিতাভ, জানালেন ফিট থাকার রহস্য Apr 23, 2025
img
স্পাইডার-ম্যান হতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন! Apr 23, 2025
img
আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন Apr 22, 2025
img
ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ট্রাম্প Apr 22, 2025
img
‘এপিএসরা দুর্নীতি করবে আর উপদেষ্টারা বলবেন আমার টাকা-পয়সা নাই!’ Apr 22, 2025
img
আওয়ামী মুক্ত করার নামে প্রশাসনকে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হচ্ছে: মাসুদ কামাল Apr 22, 2025
img
যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ইসরায়েলের বৈঠক Apr 22, 2025
img
কেরানীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, গ্রেফতার ১ Apr 22, 2025
img
আগামীতে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে : আমানউল্লাহ আমান Apr 22, 2025