​সিলেটে বৃষ্টি ও আলোক স্বল্পতার মধ্যে বাংলাদেশের লড়াই

সিলেটে আজ যত সময় ক্রিকেট হয়েছে, তার চেয়ে বেশি সময় নষ্ট হয়েছে বৃষ্টি ও আলোক স্বল্পতায়। ক্রিকেটের এমন অনুপযোগী পরিবেশেও কিছুটা স্বস্তি দিয়েছে বাংলাদেশের ব্যাটিং। পিছিয়ে থেকে দিন শুরু করা টাইগাররা দিন শেষ করেছে শত রানে এগিয়ে থেকে। এদিন ৩ উইকেট হারালেও ভালোভাবেই ম্যাচে ফিরেছে স্বাগতিকরা।

তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্তর সংগ্রহ ৬০ রান, আর জাকের আলির ২১ রান। ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড এখন ১১২ রানের।

আগের দিনের এক উইকেটে ৫৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি। এতে বেশ কিছু সময় নষ্ট হয়। সকাল ১০টায় খেলা শুরুর কথা থাকলেও শুরু হয় বেলা ১টায়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক আজ ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছিলেন। দুজনের জুটির রান পঞ্চাশ ছাড়ায়।

তবে মুজারাবানির শর্ট বলের ফাঁদে পড়ে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন জয়। ৬৫ বলে ৩৩ রানে টাইগার এই ওপেনার ফিরলে ভাঙে ৯৭ বলে ৬০ রানের জুটি। এরপর চারে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আগের ইনিংসে অর্ধশতরান করা মুমিনুল।

ক্রিজে নামার পর দ্রুত রান তুলছিলেন শান্ত। অন‍্য প্রান্তে দায়িত্বশীল ব‍্যাটিং করেছেন মুমিনুল। দুই বাঁহাতি ব‍্যাটারের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় ৬৫ রান। ৩৪তম ওভারে ভিক্টর নিয়াউচির শেষ বলে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৪৭ রান।

চা-বিরতির আগমুহূর্তে বাংলাদেশের বিপদ বাড়ান মুশফিকুর রহিম। মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মুশফিক। এবারও সেই ক্রেইগ আরভিনের বিশ্বস্ত হাত ক্যাচ লুফে নিতে ভুল করলো না। তার ব্যাট থেকে এসেছে ২০ বলে ৪ রান।

মুশফিকের বিদায়ে বাংলাদেশ কিছুটা হলেও বিপাকে পড়ে। তবে জাকের আলি সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেন। তিনি অপরাজিত আছেন ২১ রান করে। দিনের খেলা শেষ হওয়ার আগে ফিফটি তুলে নেন শান্ত। অধিনায়ক অপরাজিত আছনে ৬০ রানে। নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগে আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেফতার Apr 23, 2025
img
কাশ্মীরে জঙ্গি হামলায় গর্জে উঠলেন অক্ষয় Apr 23, 2025
img
কুয়েট ভিসি লজ্জায় পদত্যাগ না করলে বাধ্যতামূলক সরানো হোক: সারজিস আলম Apr 23, 2025
img
৮২ বছর বয়সেও ক্লান্তিহীন অমিতাভ, জানালেন ফিট থাকার রহস্য Apr 23, 2025
img
স্পাইডার-ম্যান হতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন! Apr 23, 2025
img
আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন Apr 22, 2025
img
ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ট্রাম্প Apr 22, 2025
img
‘এপিএসরা দুর্নীতি করবে আর উপদেষ্টারা বলবেন আমার টাকা-পয়সা নাই!’ Apr 22, 2025
img
আওয়ামী মুক্ত করার নামে প্রশাসনকে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হচ্ছে: মাসুদ কামাল Apr 22, 2025
img
যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ইসরায়েলের বৈঠক Apr 22, 2025