প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। এমন খুশির খবরে বেশ উচ্ছ্বসিত এই নির্মাতা। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) এই নির্মাতার বিবাহবার্ষিকী। এদিন স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অমি।
সেখানে তার স্ত্রীর বেবিবাম্প দেখা গেছে।
সেই পোস্টে অমি লেখেন, ‘৯ বছর একসাথে’! ছবিটিতে রিঅ্যাকশন দিয়েছে প্রায় ৭১ হাজারেরও বেশি মানুষ। বিবাহবার্ষিকীর অভিনন্দন জানানোর পাশাপাশি বেশির ভাগ মন্তব্যকারী নতুন অতিথির জন্য শুভ কামনা জানাচ্ছেন।
অমি বলেন, ‘আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটিয়ে দিলাম।
আমাদের বেবি হবে। এখনো আমি আসলে জানি না যে ছেলে হবে,নাকি মেয়ে। ইনফ্যাক্ট, এটা জিজ্ঞেসও করিনি। যেটাই হবে, আমি চাই, আমার সুস্থ সন্তান হোক এবং আমার ওয়াইফ সুস্থ থাকুক।
সবার কাছে দোয়া চাই।’
প্রথম সন্তানের বাবা হতে যাওয়ার বিষয়টি অন্য রকম জানিয়ে তিনি আরো বলেন, ‘এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। সন্তান হওয়ার পর বুঝতে পারব আসলে ফিলিংসটা কেমন। এখন একটু অন্য রকম লাগছে, কারণ ওয়াইফকে তো কখনো এভাবে দেখিনি। আমার মনে হয়, নতুন করে এক ধরনের মায়া তৈরি হচ্ছে।
গেল ঈদে ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে মুক্তি পেয়েছে অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে অভিনয় করছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল।
আরএম/টিএ