আবাহনী- কিংস ফাইনাল স্থগিত, সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট আবাহনী

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে লাইট সংকটে স্থগিত হয়ে গেল ঘরোয়া ফুটবলের বহুল প্রতীক্ষিত ফাইনাল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে ফ্লাডলাইট না থাকায় খেলা বন্ধ করে দেন রেফারি সায়মন হাসান সানি। দুই দলের অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আজকের মতো ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত দেন তিনি।

ম্যাচের মাঝপথে আকস্মিক ঝড়ের কারণে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ ছিল। ফলে সূর্যাস্তের আগেই ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। আলো স্বল্পতায় বাকি ১৫ মিনিট খেলা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

বাফুফে জানিয়েছে, ফাইনালের বাকি অংশ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, তা পরে জানানো হবে।

ঘরোয়া ফুটবলে আলো স্বল্পতার কারণে খেলা স্থগিতের ঘটনা এই প্রথম শোনা গেল। যদিও অতীতে আবহাওয়াজনিত কারণে দুই দিনে ম্যাচ শেষ হওয়ার নজির আছে। সিলেটে শেখ রাসেল ও বসুন্ধরা কিংসের একটি ম্যাচ দুই দিনে অনুষ্ঠিত হয়েছিল টানা বৃষ্টির কারণে।

ম্যাচের নাটকীয়তা ছিল তুঙ্গে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বসুন্ধরা কিংস দশ জনের দলে পরিণত হয়। ফয়সাল আহমেদ ফাহিম প্রতিপক্ষ আবাহনীর এক ফুটবলারকে পেছন থেকে অপ্রয়োজনে লাথি মারলে সরাসরি লাল কার্ড দেখেন তিনি।

দলটি ১০ জন নিয়ে মাত্র তিন মিনিট মাঠে থাকার পরই রেফারি প্রথমার্ধ শেষের বাঁশি বাজান এবং পরে খেলা স্থগিত করেন। কিংস দশ জনের দলে পরিণত হওয়ার পরই খেলা স্থগিত হওয়ায় আবাহনী পক্ষ এ সিদ্ধান্তে অসন্তোষ জানায়। ক্লাবটির ম্যানেজার সত্যজিত দাশ রুপু ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা এগিয়ে ছিলাম, প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হয়েছে। ঠিক তখনই খেলা বন্ধ করে দেওয়া ঠিক হয়নি।"


এসএস/টিএ

Share this news on: