দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আফাজ উদ্দীনকে অব্যাহতি দিয়েছে জেলা জাতীয়তাবাদী কৃষকদল।মঙ্গলবার (২২ এপ্রিল) জেলা কৃষকদলের সদস্য সচিব মো. ওবায়দুল্লাহ ওবায়েদ স্বাক্ষরিত একটি নোটিশে তাকে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. রাজিব মিয়া। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে কাজ করায় দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে মো. আফাজ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
পাকুন্দিয়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মো. শামছুল হক মিঠু বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পৌর কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আফাজ উদ্দীনকে অব্যাহতি দিয়েছে জেলা জাতীয়তাবাদী কৃষকদল।
এমআর/টিএ