নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আমীর সরকার (৩০) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে আলোকবালি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত আমীর সরকার সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য এবং ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায় গত বছরের ৫ আগস্টের পর থেকে এলাকা ছাড়া ছিলেন আমির হোসেন সরকার। আজ মঙ্গলবার দুপুরে তার বড় ভাই বিদেশ থেকে দেশে আসার খবরে তাকে দেখতে এলাকায় গেলে প্রতিপক্ষরা খবর পেয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে জমিতে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে নৌকায় করে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশ না করা শর্তে নিহতের এক স্বজন বলেন, গ্রামের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে জব্বার মিয়ার ছেলে আমিরুল (৩০), জালাল মিয়ার ছেলে তারা (২৬), সামসুল মিয়ার ছেলে আলী (৩৫), তার ভাই দেলোয়ারসহ (৩৮) বেশকিছু সন্ত্রাসী আমীরের বাড়ি আসার খবর পেয়ে তার ওপর হামলা করে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে যখম করে। পরে আমরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
স্পাইডার-ম্যান হতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন! Apr 23, 2025
img
আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন Apr 22, 2025
img
ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ট্রাম্প Apr 22, 2025
img
‘এপিএসরা দুর্নীতি করবে আর উপদেষ্টারা বলবেন আমার টাকা-পয়সা নাই!’ Apr 22, 2025
img
আওয়ামী মুক্ত করার নামে প্রশাসনকে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হচ্ছে: মাসুদ কামাল Apr 22, 2025
img
যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ইসরায়েলের বৈঠক Apr 22, 2025
img
কেরানীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, গ্রেফতার ১ Apr 22, 2025
img
আগামীতে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে : আমানউল্লাহ আমান Apr 22, 2025
img
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৯৬ কোটি ডলার Apr 22, 2025
img
এ বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৮% : আইএমএফ Apr 22, 2025