বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান সম্প্রতি জানিয়েছেন, ভারতের সিনেমা শিল্পের বড় একটি বাধা হলো পর্যাপ্ত সিনেমা হলের অভাব। তার মতে, এই সমস্যার কারণে দেশীয় সিনেমা তার পুরো সম্ভাবনা অনুযায়ী এগোতে পারছে না।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ভারতে যেখানে বিপুল সংখ্যক দর্শক রয়েছে, সেখানে সিনেমা হলের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। তিনি উদাহরণ হিসেবে চীনের কথা বলেন—যেখানে ভারতের মতোই বিশাল জনসংখ্যা থাকলেও সিনেমা হলের সংখ্যা প্রায় দশ গুণ বেশি। চীনে সিনেমাগুলো যে বড় আকারে ব্যবসা করে, তার পেছনে এই স্ক্রিন সংখ্যাই অন্যতম কারণ।
তিনি বলেন, ভারতে বর্তমানে প্রায় ১০ হাজার সিনেমা হল রয়েছে, যার অর্ধেকই দক্ষিণ ভারতে। ফলে একটি হিন্দি সিনেমা মুক্তি পেলে গড়ে ৫ হাজার স্ক্রিনেই সীমাবদ্ধ থাকে। অথচ চীনে স্ক্রিনের সংখ্যা ১ লাখ ৫ হাজার। এর সঙ্গে তুলনা চলে না। ‘দঙ্গল’ সিনেমা চীনে প্রায় ১৩০০ কোটি টাকা আয় করেছিল, তবুও সেটা চীনের সবচেয়ে বড় হিট নয়। সেখানে সিনেমা ৪ থেকে ৫ হাজার কোটি পর্যন্ত ব্যবসা করে। এটাও সম্ভব। কারণ সেখানে স্ক্রিন বেশি এবং দর্শক আরও বেশি পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, একজন চলচ্চিত্রকর্মী হিসেবে আমার ইচ্ছা, ভারতে আরও থিয়েটার গড়ে উঠুক, যেখানে সাধারণ মানুষ সহজে পৌঁছাতে পারে। আমাদের দেশে অনেক এলাকা ও জেলাতে একটি হলও নেই। তাই আমি মনে করি, কম খরচে, সহজলভ্য থিয়েটার গড়ে তোলার দিকেই আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত।
তবে সব কিছুর মধ্যেও আশাবাদী আমির খান। সরকারের উদ্যোগ, যেমন ‘ওয়াল্ড অডিও ভিজুয়্যাল আ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’ সম্মেলন ভবিষ্যতে দেশের সিনেমা শিল্পকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করেন দঙ্গল অভিনেতা।
আরএ/টিএ