বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার ওলগা কারমোনা পাঁচ বছর পর বিদায় জানাতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ নারী দলকে। ইউরোপের আরেক বড় ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে যোগ দেয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে তার।
২০২০ সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন মাত্র ১৮ বছর বয়সে। নারী দল পুনর্গঠনের অংশ হিসেবে তাকে রিয়াল মাদ্রিদে আনা হয়েছিল, আর অল্প সময়েই হয়ে উঠেছিলেন দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ। অধিনায়কত্বের ভারও পান তিনি। ক্লাবটির হয়ে ইতিমধ্যে খেলেছেন রেকর্ড ১৮২টি ম্যাচ।
তবে আসছে জুনে রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চুক্তি নবায়নে আগ্রহী নন কারমোনা। তিনি এখন নতুন চ্যালেঞ্জের খোঁজে। প্রথমে তার নজরে ছিল ইউরোপিয়ান জায়ান্ট লিওঁ, তবে শেষ পর্যন্ত পিএসজির দেয়া লোভনীয় প্রস্তাবেই মন গলেছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এএস।
২০২৩ নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র গোল করে দলকে শিরোপা এনে দেন এই লেফটব্যাক। সেই ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর থেকেই ইউরোপের বিভিন্ন ক্লাবের নজরে চলে আসেন।
পিএসজি তাকে শুধু একজন খেলোয়াড় হিসেবেই নয়, দলের পুনর্গঠনের অন্যতম স্তম্ভ হিসেবেও চাইছে। মূলত ডিফেন্ডার হলেও কারমোনার আক্রমণাত্মক খেলার ধরন এবং প্রয়োজন অনুযায়ী উইঙ্গার কিংবা মিডফিল্ডার হিসেবেও কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা তাকে আরও মূল্যবান করে তুলেছে।
২৩ বছর বয়সেই নিজের জাত চিনিয়ে দেয়া এই স্প্যানিশ তারকার পিএসজি-তে যোগ দেয়ার খবর এখন সময়ের ব্যাপার মাত্র।
আরএম/টিএ