বিশ্বকাপজয়ী ওলগা কারমোনা রিয়াল ছাড়ছেন, নতুন গন্তব্য পিএসজি!

বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার ওলগা কারমোনা পাঁচ বছর পর বিদায় জানাতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ নারী দলকে। ইউরোপের আরেক বড় ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে যোগ দেয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে তার। 

২০২০ সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন মাত্র ১৮ বছর বয়সে। নারী দল পুনর্গঠনের অংশ হিসেবে তাকে রিয়াল মাদ্রিদে আনা হয়েছিল, আর অল্প সময়েই হয়ে উঠেছিলেন দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ। অধিনায়কত্বের ভারও পান তিনি। ক্লাবটির হয়ে ইতিমধ্যে খেলেছেন রেকর্ড ১৮২টি ম্যাচ।

তবে আসছে জুনে রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চুক্তি নবায়নে আগ্রহী নন কারমোনা। তিনি এখন নতুন চ্যালেঞ্জের খোঁজে। প্রথমে তার নজরে ছিল ইউরোপিয়ান জায়ান্ট লিওঁ, তবে শেষ পর্যন্ত পিএসজির দেয়া লোভনীয় প্রস্তাবেই মন গলেছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এএস।

২০২৩ নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র গোল করে দলকে শিরোপা এনে দেন এই লেফটব্যাক। সেই ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর থেকেই ইউরোপের বিভিন্ন ক্লাবের নজরে চলে আসেন।

পিএসজি তাকে শুধু একজন খেলোয়াড় হিসেবেই নয়, দলের পুনর্গঠনের অন্যতম স্তম্ভ হিসেবেও চাইছে। মূলত ডিফেন্ডার হলেও কারমোনার আক্রমণাত্মক খেলার ধরন এবং প্রয়োজন অনুযায়ী উইঙ্গার কিংবা মিডফিল্ডার হিসেবেও কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা তাকে আরও মূল্যবান করে তুলেছে।

২৩ বছর বয়সেই নিজের জাত চিনিয়ে দেয়া এই স্প্যানিশ তারকার পিএসজি-তে যোগ দেয়ার খবর এখন সময়ের ব্যাপার মাত্র।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
৮২ বছর বয়সেও ক্লান্তিহীন অমিতাভ, জানালেন ফিট থাকার রহস্য Apr 23, 2025
img
স্পাইডার-ম্যান হতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন! Apr 23, 2025
img
আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন Apr 22, 2025
img
ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ট্রাম্প Apr 22, 2025
img
‘এপিএসরা দুর্নীতি করবে আর উপদেষ্টারা বলবেন আমার টাকা-পয়সা নাই!’ Apr 22, 2025
img
আওয়ামী মুক্ত করার নামে প্রশাসনকে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হচ্ছে: মাসুদ কামাল Apr 22, 2025
img
যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ইসরায়েলের বৈঠক Apr 22, 2025
img
কেরানীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, গ্রেফতার ১ Apr 22, 2025
img
আগামীতে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে : আমানউল্লাহ আমান Apr 22, 2025
img
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৯৬ কোটি ডলার Apr 22, 2025