‘দলকে প্রমাণ করে দিব আমি নির্দোষ’, অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতা

সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন, অর্থ আত্মসাৎ এবং গোপনে তালাক দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন তার স্ত্রী। সোমবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ আনেন স্ত্রী শিখা।

অভিযোগের প্রেক্ষিতে ওইদিন সোমবারই (২১ এপ্রিল) ফয়সাল রেজাকে তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সাময়িক অব্যাহতির কথা জানানো হয়।

এদিকে ছাত্রদলের পদ থেকে অব্যাহতি পাওয়া ফয়সাল রেজা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘আমি দলকে প্রমাণ করে দিব যে, আমি দোষী না, আমি নির্দোষ।’ স্ত্রীর আনা অভিযোগের বিপরীতে তিনি স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, ‘আরেকটা ছেলের সাথে ৩০ লাখ টাকা কাবিনে বিয়ে করেছে সে।’

এছাড়া, স্ত্রী শিখাকে ‘ব্যবসায়ী’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘তার তো আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা আছে। আমাকে প্রতিনিয়তই ভয় দেখাইছে যে, ডিবি দিয়ে ধরাবে, সংবাদ সম্মেলন করবে, আমাকে বাংলাদেশ ছাড়া করবে।’

ফয়সাল রেজা আরও বলেন, ‘আগে তার একটা বিয়ে হইছে, দুইটা মেয়ে আছে বড় বড়, আমি জানতাম না। আমি পরবর্তীতে জানতে পারি।’ এছাড়া, দুই পরিবারের সম্মতিতে স্ত্রী শিখাকে ১০ লাখ টাকা দিয়ে তাদের তালাক সম্পন্ন হওয়ার কথা জানান ফয়সাল। তিনি বলেন, ‘আমি বাঁচার জন্য ১০ লাখ টাকায় তার সাথে আমি মিটমাট করি।’

আরএম/টিএ  

Share this news on: