দোহায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রীড়াবিদদের তুলে ধরলেন ড. ইউনূস
মোজো ডেস্ক 09:46PM, Apr 22, 2025
কাতারের দোহায় আয়োজিত আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে দোহার স্থানীয় সময় ১০টায় শুরু হওয়া উদ্বোধনী ভাষণে তিনি নিজের সফরসঙ্গী হিসেবে থাকা এই চার ক্রীড়াবিদকে উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন। এটি ছিল বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য একটি গর্বের মুহূর্ত।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনা বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক অনন্য মাইলফলক। এই প্রথমবারের মতো কোনো সরকার প্রধানের বিদেশ সফরে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে নারী ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছেন।
সম্মেলনে অংশগ্রহণের আগে বাংলাদেশি এই চার নারী ক্রীড়াবিদ কাতার ফাউন্ডেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক শুভেচ্ছা সংবর্ধনাতেও অংশ নেন।
প্রসঙ্গত, ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃত্বস্থানীয় ব্যক্তি, নীতিনির্ধারক ও চিন্তাবিদদের একত্র করেছে। সম্মেলনটি আয়োজন করেছে ‘আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার’ যা কাতার ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত একটি নীতি গবেষণা প্রতিষ্ঠান।