বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতির অঙ্গনে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে অদৃশ্য শক্তি, আর ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা হয়ে উঠছে আরও সক্রিয়। এসব চক্রান্ত মোকাবেলায় এখনই ঐক্যবদ্ধ না হলে, অতীতের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিএনপির আয়োজিত ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “যখন স্বৈরাচারের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি, তখনই আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছিল।”
তিনি আরও বলেন, “তিস্তা নিয়ে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু আমাদের রাজনীতি মানুষের কষ্ট লাঘবের জন্য। তিস্তা বিএনপির অন্যতম অগ্রাধিকার প্রকল্প। তিন কোটিরও বেশি মানুষের জীবনে এই নদীর পানি সরাসরি প্রভাব ফেলে—কখনো অতিবন্যা, আবার কখনো পানির হাহাকার। এ অবস্থার পরিবর্তনে খালখনন, নদীশাসন, সেচ সুবিধা, পানি সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণে বিএনপি সরকার গঠন করলে যেকোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে।”
এসএস/টিএ