‘সারজামিন’ শিরোনামে একটি নতুন রাজনৈতিক থ্রিলার আসছে ওটিটি প্ল্যাটফর্মে, যার মূল চরিত্রে অভিনয় করছেন বলিউডের তিন ভিন্ন ধারার তারকা- কাজল, পৃথ্বীরাজ সুকুমারন ও ইব্রাহিম আলি খান।
২৫ জুলাই ২০২৫ তারিখে জিও হটস্টারে মুক্তি পাচ্ছে এই ছবিটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম ঝলক, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তপ্ত কাশ্মীর অঞ্চল। এখানেই আবর্তিত হয় মেজর বিজয় মেননের জীবনঘনিষ্ঠ সংকট, যে চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজকে। তিনি একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, যিনি কর্তব্য আর পরিবারের প্রতি ভালোবাসার মধ্যে টানাপোড়েনে ভুগছেন। অন্যদিকে, কাজলকে দেখা যাবে মীরা চরিত্রে, যিনি এক শক্ত মনোবলের স্ত্রী ও মা, যিনি চুরমার হয়ে যাওয়া সংসারকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, অথচ চারপাশে ছড়িয়ে আছে গোপন সত্যের ছায়া। ইব্রাহিম আলি খান অভিনয় করছেন হারমান চরিত্রে, যিনি উত্তরাধিকার ও বিশ্বাসঘাতকতার দ্বন্দ্বে বিদ্ধ এক তরুণ।
প্রকাশিত পোস্টারে চোখে পড়ে আবেগপ্রবণ চাহনি, রঙের মিতব্যয়ী ব্যবহার আর থমথমে পরিবেশ, যা সিনেমাটির বায়বীয় ও টানটান চরিত্রের আভাস দেয়। নির্মাণের দায়িত্বে রয়েছেন কায়োজে ইরানি, যিনি এই ছবির মধ্য দিয়েই বড়পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। তিনি জানিয়েছেন, এটি একাধারে ঘনিষ্ঠ এবং তীব্র অভিজ্ঞতা হবে দর্শকদের জন্য।
ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর ও অপূর্ব মেহতা, ধর্ম প্রোডাকশনস ও জিওস্টারের যৌথ উদ্যোগে। করণ জোহর জানিয়েছেন, এই ছবি শুধু থ্রিলার নয়, এটি এমন একটি মানবিক যাত্রা, যেখানে দায়িত্ব, পরিবার এবং জীবনের সিদ্ধান্তগুলোর মূল্যায়ন উঠে আসবে। অপূর্ব মেহতা বলেছেন, এই সিনেমা সংবেদনশীলতা ও মাপের এক বিরল সমন্বয়, যা এখনকার হিন্দি সিনেমায় খুব কমই দেখা যায়।
‘সারজামিন’ এমন একটি থ্রিলার, যেখানে সামরিক জীবনের রুদ্ধশ্বাস টানাপোড়েনের সঙ্গে মিশে থাকবে পারিবারিক সম্পর্কের জটিলতা ও আবেগঘন সংঘাত। মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। কাশ্মীরের রাজনৈতিক পটভূমিতে নির্মিত এই ছবিতে দর্শকরা এক নতুন ধারার বলিউড থ্রিলারের স্বাদ পাবেন বলেই প্রত্যাশা।
কেএন/টিকে