তেল কিছুটা কম মারেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত তোষামোদি বা ‘তেলবাজির’ প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “তেল কিছুটা কম মারেন। তেল মারতে মারতে সব তেল শেষ হয়ে গেলে পরে আর কী দিয়ে মারবেন? তাই তেল পরিমাণ মতোই দিন।”

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে যশোর জেলা প্রশাসক কার্যালয়ে সশস্ত্র বাহিনীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের সবচেয়ে বড় দুটি সমস্যা হলো মাদক ও দুর্নীতি। “যদি দুর্নীতি নিয়ন্ত্রণ করা যেত, তাহলে দেশে আর কোনো বড় সমস্যা থাকতো না।” এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “পকেটের সংখ্যা কমান। পকেট বেশি হলে মনে হয়—এই পকেটটা খালি, কিছু একটা ঢোকানো দরকার।”

মাদক নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। ইউনিফর্ম পরে অভিযানে যেতে হবে, অন্তত বাহিনীর ভেস্ট থাকতেই হবে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার। “আমরা সবাইকে সমান চোখে দেখি, আমাদের কাছে কেউ দলীয় বিবেচনায় সুবিধা পায় না।”

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অংশ নেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও।


এসএস/টিএ

Share this news on: