দুই মাসের ফ্রি পাসে দুই লাখ টাকার টিকিট কালোবাজারির অভিযোগ

বাংলাদেশ রেলওয়েকে ‘লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের’ জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় তিন সদস্যকে দায়িত্ব দিয়েছিলেন রেলপথ উপদেষ্টা। সারাদেশে ঘুরে তারা যেন রেলওয়ের কার্যক্রম দেখতে পারেন, সেজন্য তাদের দেওয়া হয়েছিল 'ফ্রি ট্রাভেল পাস'। কিন্তু সেই ফ্রি ট্রাভেল পাস ব্যবহার করে ভয়াবহ টিকিট কালোবাজারিতে জড়িয়ে পরার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তারা আবারও সেই ট্রাভেল পাসের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছেন।
 
এই সক্রিয় সদস্য হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালের মাস্টার্সের শিক্ষার্থী মো. রেজাউল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালের শিক্ষার্থী মো. আশিকুর রহমান এবং ইউরোপিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বাপ্পী।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টা ৪০টা মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকা ভেরিফাইড প্রোফাইলে এসব তথ্য জানিয়ে একটি পোস্ট দেন রেলপথ মন্ত্রণালয় থেকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। সেখানে এসব অভিযোগের কথা জানানো হয়েছে।
 
মাহবুব কবির মিলন পোস্টে লিখেছেন, “নিচের স্ক্রিনশট খেয়াল করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সক্রিয় কর্মীকে, রেলকে একটি লাভজনক এবং জনকল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব দেয়া হয়েছে (আগেই হেসে উঠবেন না প্লিজ)। তাদেরকে এই দায়িত্ব দিয়েছে রেল উপদেষ্টা মহোদয়। এই তিনজনের সাথে আর একজন আছে। সে হচ্ছে রাজউক কলেজের ছাত্র নাজিব আহমেদ।”
 
তিনি লিখেন, “এদেরকে আবার রেলের লোকোমোটিভ বা ইঞ্জিনের সক্ষমতা, ডিজাইন, ত্রুটি এবং উন্নয়নেরও দায়িত্ব দেয়া হয়েছিল (হাসবেন না প্লিজ)। এদের বিশেষ করে তিনজনের কুকীর্তি পরে বলছি। একটি ধৈর্য ধরে পড়তে থাকুন।”

রেলের সাবেক এই অতিরিক্ত সচিব লিখেন, “রেল ভবনে এদের অবাধ বিচরণ। অবাধ বাণিজ্য। সারাদেশের কর্মচারী কর্মকর্তাদের কাছে ত্রাস এরা তিনজন। মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা এদের দেখলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সমীহ করে। ডিজিএফআইসহ সকল গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করছি তদন্ত করে প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর দেয়ার জন্য। এবার আসি আসল কথায়।”

“এদেরকে দুই মাসের জন্য ফ্রী পাসের ব্যবস্থা করে দিয়েছিল মন্ত্রণালয়, উপদেষ্টার নির্দেশে। রেলের সেই তথাকথিত লাভজনক এবং কল্যাণকর উদ্দেশ্য নিয়ে এরা সারাদেশে যখন খুশি, যতবার ইচ্ছা এসি বার্থ এবং স্নিগ্ধায় ভ্রমণ যাতে করতে পারে (হাসবেন না প্লিজ)।”

 “এরা দুই মাসের ফ্রী পাসের অনুমতি দেয়া হলেও গতবছর নভেম্বর ডিসেম্বর থেকে এই এপ্রিল মাস পর্যন্ত প্রায় দুই লাখ টাকা অর্থ মূল্যের ভ্রমণ করেছে এসি বার্থ ও স্নিগ্ধায়।”

সমস্যার কথা উল্লেখ করে মাহবুব কবির মিলন লিখেন, “এতে সমস্যা কী? সমস্যা হচ্ছে, দেখা গেছে এরা সবাই একই দিনে, একই নামে একাধিক ডেস্টিনেশন বা গন্তব্যে ভ্রমণ করেছে। যেমন, একই তারিখে একই নামে, ঢাকা কক্সবাজার, আবার ঐ তারিখেই রাজশাহী ঢাকা। এদের প্রেতাত্মা ছাড়া একই দিনে, একই সময়ে দুইদিকে ভ্রমণ করা তো সম্ভব নয়। শুধু একই তারিখ নয়। পরপর দুই বা তিনদিনে দেখা যাচ্ছে একই নামে বিভিন্ন গন্তব্যে টিকিট কেটেছে এরা। যেটা কোনোভাবেই সম্ভব নয়।”

কালোবাজারির অভিযোগ তুলে তিনি লিখেন, “তাহলে ঘটনা কী? ঘটনা হচ্ছে, টিকিট কালোবাজারি করেছে এরা। অবশ্যই রেলের লাভ এবং কল্যাণের জন্য! নাজিব তুলনামূলক কম করেছে। এরা টিকিট কালোবাজারি।'

তিনি আরও লিখেন, “এতদিন লেগেছিলাম এদের এই তথ্যগুলো পাওয়ার জন্য। এরা জুলাই ফাউন্ডেশন এর নামে বড়বড় স্টেশনে দোকান বরাদ্দ চেয়েছে। জুলাই ফাউন্ডেশন এর নামে প্রাইভেট ট্রেন পরিচালনার জন্য রেলের কাছে আবেদন করেছে। সম্প্রতি রেলের বদলী বাণিজ্যর একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে (লিংক কমেন্টে)। তা জুলাই ফাউন্ডেশন এর নেতাদের কাছে প্রশ্ন৷ এমন দায়িত্ব দেয়া হয়েছে নাকি এদের!!'”

রেলের সাবেক এই অতিরিক্ত সচিব রেলপথ উপদেষ্টা, বাংলাদেশ রেলওয়ে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই ফাউন্ডেশনের কাছে প্রশ্ন
রেখে জানতে চেয়েছেন—

** এরা রেল ভবনে এবং সারা দেশের রেলের লোকজনের কাছে কী করছে, কী করে বেড়াচ্ছে, সেই খবর আছে কি আপনাদের কাছে। গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করা হয়েছে কী।

** দুই লাখ টাকা অর্থ মূল্যের ফ্রী পাস বা টিকিট দিয়ে এরা রেলের কী উপকার, কী কল্যাণ করেছে, তা জনগণের সামনে প্রকাশ করুন। ফেসবুক থেকে নকল করা তথ্য দিয়ে তাদের প্রস্তাবনা ছাড়া।

** দুই মাসের জন্য হলেও ৪/৫ মাস যাবত একই দিনে, একই নামে, বিভিন্ন গন্তব্যের টিকিট দেয়া এবং নেয়ার জন্য রেল এবং এদের বিরুদ্ধে তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে কিনা। এদের টিকিট কালোবাজারির কী হবে।

** রেলের ইতিহাসে রেলের লোকজন ছাড়া বাইরের কারো নামে ফ্রী পাস ইস্যুর কোনো রেকর্ড বা নিয়ম না থাকা সত্বেও এদের নামে কেন তা ইস্যু করা হল। এই ক্ষমতা কি উপদেষ্টা বা মন্ত্রণালয়ের আছে।

** এই দুই লাখ টাকার ক্ষতিপূরণ সরকারকে কে দেবে। উপদেষ্টা, সচিব নাকি ডিজি। অডিট আপত্তি কোন দুই নম্বরি পদ্ধতিতে মেটানো হবে।

** বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে ফ্রী পাস দিয়ে টিকিট কালোবাজারি করে, এদের বিরুদ্ধে কী ব্যাবস্থা নেবে এনসিপি।

** জুলাই ফাউন্ডেশন এর নামে বড়বড় স্টেশনে দোকানের স্পেস বরাদ্দ এবং প্রাইভেট ট্রেন পরিচালনার জন্য এদেরকে দায়িত্ব দেয়া হয়েছে কিনা। নাহলে থাকলে জুলাই ফাউন্ডেশন কী ব্যবস্থা নেবে (তাদের চিঠি আছে আমার কাছে)।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

দেশের আইন এবং আদালতের উপর সেনাবাহিনীর সর্বোচ্চ সমর্থন আছে Nov 09, 2025
img
শেখ মেহেদী ও তানভীরকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়েলস Nov 09, 2025
১২ দিনেই স্থগিত কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক অপারেশন Nov 09, 2025
পিরোজপুর ১ আসনে বিএনপির মনোনয়ন বিলম্বে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া Nov 09, 2025
img
বড় দলে যোগ দিতে যাচ্ছেন হিরো আলম! Nov 09, 2025
img
আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা আটক Nov 09, 2025
img
দুদকের গণশুনানি : ২ প্রধান শিক্ষক সাময়িক বহিষ্কার Nov 09, 2025
img
শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা নিয়ে কোনো উদ্বেগ নেই : প্রসিকিউটর Nov 09, 2025
img
৩৫০ কোটির বাজেটে রাজত্ব ফেরাচ্ছেন কিং শাহরুখ Nov 09, 2025
img
ব্যর্থতাকে নয়, চেষ্টা না করাকেই ভয় পেয়েছি: ওম পুরি Nov 09, 2025
img
প্রাথমিক শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে বৈঠকে বসছে সরকার Nov 09, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদীব্যবস্থা চিরতরে বিলুপ্তি হবে : স্নিগ্ধ Nov 09, 2025
img
প্রচণ্ড শক্তি নিয়ে ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন ফাং ওং Nov 09, 2025
img
মালদ্বীপে রিসোর্টের বর্জ্য তেল বিক্রির দায়ে ৪ বাংলাদেশি গ্রেপ্তার Nov 09, 2025
img
নতুন পোশাকে পুলিশকে দেখা যাবে ১৫ নভেম্বর থেকে Nov 09, 2025
img
অলিম্পিকের মঞ্চে যেতে জটিল হিসাবের সামনে বাংলাদেশ Nov 09, 2025
img
শেখ হাসিনা ও রেহানা পরিবারের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ২২ জন Nov 09, 2025
img
বাড়ল জেট ফুয়েলের দাম Nov 09, 2025
img
যমুনাসহ রাজধানীতে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল আ.লীগের Nov 09, 2025
img
আমজনতা দলের নিবন্ধন পুনর্মূল্যায়ন হোক : ইশরাক Nov 09, 2025