বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থতা দেখিয়েছে

অনতিবিলম্বে কুয়েটে চলমান অচলাবস্থা নিরসন করে হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
 
তিনি বলেছেন, ‘আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে ঐকমত্য পোষণ করে আমরা কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি জানাচ্ছি। সার্বিক বিষয়ে ইউজিসির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’মঙ্গলবার (২২এপ্রিল) রাতে জরুরি সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি এসব দাবি করেন।
 
লিখিত বক্তব্যে বলা হয়, গতকাল সোমবার থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

হামলায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়। কিন্তু এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অথচ আমরা দেখেছি গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশ না করলেও, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বহিষ্কৃত শিক্ষার্থীদের মাঝে ৭ জন নিজ দলের কর্মী থাকার কথা বলেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
 
আরও বলা হয়, ছাত্রদের নেতৃত্বে সংঘটিত জুলাই অভ্যুত্থান থেকে সৃষ্ট রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়ার সঙ্গে একাত্মতা পোষণ করাকে দায়িত্ব মনে করে। এনসিপি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে দাবি জানায় অনতিবিলম্বে কুয়েটে চলমান অচলাবস্থা নিরসন করে হল খুলে দেওয়া হোক।

আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ঐকমত্য পোষণ করে আমরা কুয়েটের ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবি জানাচ্ছি। সার্বিক বিষয়ে ইউজিসির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, ফয়সাল মাহমুদ শান্ত, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন শিশির, সাইফ মোস্তাফিজ প্রমুখ।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

সবাই দেশে আসছে আপনারা কেন আসেন না? Apr 23, 2025
শাজাহান-পলক-আতিকসহ ৬ জনের রি''মা''ন্ড Apr 23, 2025
চাকরি ফিরে পাচ্ছে ভয়েস অব আমেরিকার ১৩শ কর্মী! Apr 23, 2025
কাতারে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের নারী খেলোয়াড়রা Apr 23, 2025
কেন বাথরুমেই পড়াশোনা চালিয়ে যেতে হয়েছিল এই বলিউড অভিনেত্রীকে? Apr 23, 2025
img
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: গোলটেবিল আলোচনায় ড. ইউনূস Apr 23, 2025
img
মজলুমদের সেবা করার জন্য দোয়া চাইলেন আসিফ নজরুল Apr 23, 2025
img
আওয়ামী ফেসিস্টদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস Apr 23, 2025
img
“ভুলতে বসেছিল বিশ্ব, রোহিঙ্গা সংকট ফের আলোচনায়”—প্রেস সচিব Apr 23, 2025
img
জীবননাশের হুমকি, হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি Apr 23, 2025