ঝিনাইদহের মহেশপুর সীমান্তে শ্যামলী সরদার (২৬) নামে এক ভারতীয় নারীকে আটক করেছে ৫৮ বিজিবি।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাঞ্চনপুর গ্রামের ব্রিজের ওপর থেকে তাকে আটক করে বিজিবি।
আটক শ্যামলী সরদার, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানার বেটনা ফুলবাড়ী কুটিপাড়া গ্রামের শংকর সরদারের মেয়ে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বাঘাডাংগা এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে কাঞ্চনপুর ব্রিজের ওপর থেকে ভারতীয় নারীকে আটক করা হয়।
পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আরআর/টিএ