দুই প্রকল্পে ৩৬৯ কোটি টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট’ ও ‘জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পে পরামর্শক নিয়োগ দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এই দুই প্রকল্পের জন্য পরামর্শক সেবা ক্রয়ে মোট ব্যয় হবে ৩৬৮ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকা।

মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় ‘কনসালট্যান্সি সার্ভিস ফর ডিজাইন, সুপারভিশন অ্যান্ড ম্যানেজমেন্ট’ পরামর্শক সেবা ক্রয়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৭টি প্রতিষ্ঠানের কাছে অনুরোধ প্রস্তাব পাঠানো হলে ৭টি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে।

তার মধ্যে ৫টি প্রস্তাব কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা সর্বোচ্চ স্কোর অর্জনকারী রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে ইপটিসা সার্ভিসিওস ডি ইনজেনিরা, এস,এল, স্পেন; অ্যাকোয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস লি. বাংলাদেশ; ডেভকনসালট্যান্ট লি. বাংলাদেশ এবং ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লি.বাংলাদেশ-কে নিয়োগের সুপারিশ করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১৭২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৩৩৩ টাকা।

বৈঠকে অপর এক প্রস্তাবে ‘জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা (বিশেষ সংশোধন)’ প্রকল্পের আওতায় প্রজেক্ট ইমপ্লিমেন্টাশন সাপোর্ট কনসালট্যান্ট নিয়োগের অনুমোদন চাওয়া হলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতেও অনুমোদন দিয়েছে।

প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত সর্বোচ্চ স্কোর অর্জনকারী যৌথভাবে নর্থওয়েস্ট হাইড্রলিক কনসালট্যানটস লি.; মেটামেটা রিসার্চ এবং রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস প্রা.লি.-কে পরামর্শক হিসেবে নিয়োগের সুপারিশ করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১৯৬ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৫৪৯ টাকা।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রওশন এরশাদের বাড়ি নিয়ে বিতর্ক, ‘দালাল মহল’ ঘোষণার দাবি Apr 23, 2025
img
শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে বাংলাদেশের দাপুটে জয় Apr 23, 2025
img
ফাঁসির রায়ের পর সাক্ষীর স্বীকারোক্তি : চাকরির লোভে মিথ্যা বলেছি Apr 23, 2025
৭১-এ ভালো নেতৃত্ব পেলে আজ আমরা থাইল্যান্ডের মতো হতে পারতাম Apr 23, 2025
প্রধান উপদেষ্টার যে বক্তব্যে পিছু হটল মোদি সরকার Apr 23, 2025
৭০ ভিআইপি অর্থপা'চা'র'কারীকে শনাক্ত করল দুদক Apr 23, 2025
সরকারের আশকারায় বেড়ে চলেছে আওয়ামী লীগের আস্ফালন Apr 23, 2025
img
মহাকাশচারীদের অন্যতম সঙ্গী কনডম, কিন্তু কেন? Apr 23, 2025
আওয়ামী লীগের কামব্যাক নিয়ে শ''ঙ্কা'য় আছেন নূর Apr 23, 2025
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পারভেজের ঘটনায় আ'সা'মি আদালতে Apr 23, 2025