ঢালিউডে বর্তমানে নায়িকা সংকট নিয়ে চলছে বিস্তর আলোচনা। প্রযোজক ও নির্মাতারা যদিও এ সংকট মানতে নারাজ, তবে তারা স্বীকার করছেন—নায়িকার অভাব নয়, বরং দর্শকপ্রিয় নায়িকার অভাব প্রকট। কেননা দিনশেষে সিনেমা টিকে থাকে দর্শকের হাতেই। দর্শক মুখ ফিরিয়ে নিলে, সেই নায়িকা থাকলেই বা কী লাভ?
বর্তমানে ঢালিউডের অনেক নায়িকা রয়েছেন ইমেজ ও অস্তিত্ব সংকটে। যাদের একসময় বড় চাহিদা ছিল, এখন তারা দর্শকের কাছে হয়ে উঠেছেন অনাকর্ষণীয়। ব্যক্তিজীবনের নানা বিতর্ক, বিচ্ছেদ, কিংবা গুজব—সব মিলিয়ে হারাচ্ছেন জনপ্রিয়তা। এমনকি অনেকের নাম শুনলেই দর্শকের মধ্যে তৈরি হয় অনীহা বা বিরক্তি।
কে কোথায় দাঁড়িয়ে?
ইন্ডাস্ট্রির কয়েকজন ছাড়া অধিকাংশ নায়িকার হাতে এখন সিনেমার কাজ নেই। তাই আলোচনায় থাকতে ব্যক্তিগত নানা ইস্যু সামনে নিয়ে আসছেন অনেকে। এ তালিকায় রয়েছে অপু বিশ্বাস, মাহিয়া মাহি, পরীমনি, নুসরাত ফারিয়াসহ আরও অনেকে।
নুসরাত ফারিয়া
ঈদে মুক্তি পাওয়া ‘জ্বীন-৩’ সিনেমায় আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও, এক সপ্তাহের মধ্যেই সিনেমাটি নামিয়ে ফেলা হয় প্রেক্ষাগৃহ থেকে। রাজনৈতিক অবস্থান, বিতর্কিত মন্তব্য এবং বিদেশ থেকে আন্দোলনের সময় নীরবতা—সব মিলিয়ে তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। তার ‘ফুটবল একাত্তর’ সিনেমাটির নাম বদলে ‘ঠিকানা বাংলাদেশ’ রাখা হলেও সেটি মুক্তি পাবে কিনা, তা নিয়েও রয়েছে সংশয়।
অপু বিশ্বাস
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর দর্শকপ্রিয়তা কমে যায়। বর্তমানে সিনেমার চেয়ে ইউটিউবে কনটেন্ট বানিয়ে সময় কাটাচ্ছেন। ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে দুটি সিনেমা দিয়ে তিনি সর্বশেষ পর্দায় দেখা দেন।
মাহিয়া মাহি
একসময় আশার আলো হয়ে উঠলেও, হঠাৎ রাজনীতিতে ঝুঁকে যান। নির্বাচনে হেরে রাজনীতি থেকেও বিদায় নিতে হয় তাকে। সিনেমায় ফেরার চেষ্টা করলেও আগের জনপ্রিয়তা আর পাচ্ছেন না।
পরীমনি
চলচ্চিত্রের চেয়ে এখন বেশি পরিচিত ব্যক্তিগত জীবন ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। সম্প্রতি তরুণ গায়কের সঙ্গে প্রেম এবং সেই সম্পর্ক ভাঙনের গুঞ্জন—সব মিলিয়ে সিনেমার চেয়ে বেশি ব্যস্ত তিনি সোশ্যাল মিডিয়ায়।
জাহারা মিতু ও নিপুণ
প্রথমজন ক্যারিয়ার শুরু করেই বিতর্কে জড়ান। দ্বিতীয়জন রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে জনসমর্থন হারিয়ে এখন প্রায় অচেনা।
অতীতের নায়িকাদের সোনালি অধ্যায়
৯০ দশকের মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমারা একসময় ছিলেন ঢালিউডের জনপ্রিয় মুখ। এখন তেমন প্রতিযোগিতামূলক ও ধারাবাহিক নায়িকা তৈরি হচ্ছে না। নতুনদের মাঝে কেউ কেউ সম্ভাবনা দেখালেও, জনপ্রিয়তার শিখরে উঠতে পারছেন না।
নির্মাতাদের ভাবনা
অনেক নামসর্বস্ব নায়িকাকে নিয়ে সিনেমা করে লোকসানে পড়েছেন প্রযোজকরা। তাই তারা এখন নিরাপদ মুখ খুঁজছেন। কিন্তু নতুন মুখেও ঝুঁকি, পুরনোদের নিয়ে তেমন আগ্রহ নেই—ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের ‘নায়িকা সংকট’।
এফপি/টিএ