‘মুম্বাই মহাসমুদ্র, কত বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে’

ধারাবাহিক নাটক থেকে সিনেমাতে অভিনয়। টলিউডে প্রায় ২২ বছর থেকে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী দেবযানী চ্যাটার্জি। এদিকে নতুন অভিজ্ঞতার সন্ধানে বছর দেড়েক আগে মুম্বাই গিয়েছিলেন তিনি। সম্প্রতি পরিচালক সুদেষ্ণা রায়ের সিনেমার জন্য আবারও কলকাতায় ফিরেছেন তিনি।

তবে শহরে ফিরে এবার কিছুটা আশাহত হয়েছেন। ছবির শুটিং বন্ধ রয়েছে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘২২ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। ভাবলেও অবাক লাগে এমন কোনও ঘটনার সম্মুখীন কখনও হইনি।’

এদিকে অনেকদিন তো দেখা যাচ্ছে না টলিপাড়ায়। তবে কি মুম্বাইয়েই এখন বেশি থাকছেন তিনি? এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘দু’জায়গা মিলিয়েই থাকি। যেহেতু ওখানে একটু অন্যরকম কাজের চেষ্টা করছি, তাই অনেকটা বেশি সময় থাকতে হচ্ছে।’

যদিও মুম্বাইয়ে যে খুব বেশিদিন তিনি থাকছেন, তা নয়। তবে তারমধ্যেই দুই ইন্ডাস্ট্রির বেশ কিছু পার্থক্য তিনি লক্ষ্য করেছেন। দেবযানীর কথায়, ‘এই ইন্ডাস্ট্রি আমায় সবটা দিয়েছে। তবে মুম্বাইয়ের বিষয়ে যদি আলাদা করে বলতে হয়, তবে প্রফেশনালিজম থেকে কিছু ক্ষেত্রে কাজের প্রতি কমিটমেন্ট এবং দায়িত্ববোধ ভীষণ চোখে পড়ে।’

তিনি আরও বলেন, ‘ভালো কিছুর জন্য অনেকটা সময় দিতে হবে। আমি নিজেও সেটা বুঝি। এবং ছেলেকেও সেটা বোঝাই প্রতি মুহূর্তে। মুম্বাই মহাসমুদ্র। বহু বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন কত মানুষ দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে পাড়ি দিচ্ছেন মুম্বাইয়ে।’

তার কথায়, ‘তাই এই কম্পিটিশনটা খুব প্রয়োজন সকলের জীবনেই। আমি ছেলেকেও বলি এই প্রতিযোগিতার মধ্যে যাও। সবকিছু সহজে পেয়ে যাওয়াটা ভালো বিষয় নয়। নিজেকে পরখ করা প্রয়োজন।’

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

যেভাবে ব্যাগ খোয়ালেন ট্রাম্পের স্বরাষ্ট্রমন্ত্রী Apr 23, 2025
বস আবার ব্যাক করবে, সাকিব সবসময় প্রিয় ছিল এবং থাকবে Apr 23, 2025
শাহরুখ-সালমানকে ছাড়িয়ে রাজামৌলি Apr 23, 2025
img
পাকিস্তানের সঙ্গে ভারতের ‍সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা Apr 23, 2025
মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে আবারও গ্রে''প্তা'রি পরোয়ানা জারি Apr 23, 2025
img
উত্তেজনার মাঝে পরমাণু অস্ত্রভান্ডার প্রস্তুত করছে ভারত ও পাকিস্তান Apr 23, 2025
img
এস আলমের ৪০৭ কোটি টাকার জমি ক্রোকের আদেশ Apr 23, 2025
img
পাঁচতলা বাড়ির মালিকও টিসিবির কার্ড পেয়েছিলেন : বাণিজ্য উপদেষ্টা Apr 23, 2025
img
ফাহামেদুলকে দলে ফেরাতে জাতীয় দল কমিটির সুপারিশ Apr 23, 2025
img
ঢাকা কলেজ-সিটি কলেজের বিরোধ মেটাতে হচ্ছে সমঝোতা চুক্তিতে Apr 23, 2025