ফাহামেদুলকে দলে ফেরাতে জাতীয় দল কমিটির সুপারিশ

গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে হাভিয়ের কাবরেরার প্রাথমিক ক্যাম্পে জায়গা পেয়েছিলেন ইতালিপ্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহামেদুল ইসলাম। তবে মূল দল ঘোষণার আগেই সৌদি আরব থেকে তাকে ফিরতে হয় ইতালিতে, যা ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দেয়। তখন কোচ জানিয়েছিলেন, ফাহামেদুল তরুণ হলেও ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছেন। এবার সেই আলোচিত বিষয়টি উঠে এসেছে বাফুফের জাতীয় দল কমিটির সভায়।

বুধবার (২৩ এপ্রিল) সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। ফাহামেদুলকে নিয়ে আলোচনা হয়েছে বলে জানান, ‘ফাহামেদুলকে নিয়ে আলোচনা হয়েছে, আমরা বলেছি তাকে অন্তর্ভুক্ত করতে। কোচ যদি মনে করে কোনো খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেখানে ফেডারেশনের কোনো হস্তক্ষেপ থাকবে না। ’

‘আমরা কোচকে প্রাধান্য দিচ্ছি। ফাহামেদুল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে। কোচকে বলেছি তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কোনো কিছু চাপিয়ে দেইনি। ৩১ মে জানা যাবে কোন কোন খেলোয়াড়কে ডাকা হবে। ’

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আগামী ১০ জুন। তার আগে ৩১ মে দল ঘোষণা করবেন কোচ কাবরেরা। সেই দলে ফাহামেদুল থাকেন কিনা সেটিই এখন দেখার অপেক্ষা।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। ভারত ম্যাচের পরই যার ইঙ্গিত দিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। শিলংয়ে সেদিন বলেছিলেন ৫ জুন একটা প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাফুফে। সেটির কার্যকারিতা নিয়ে বুধবার আলোচনা হয় জাতীয় দল কমিটির সভায়।

আমিরুল ইসলামের ভাষ্য, ‘আমরা ৩১ তারিখ জাতীয় দলকে ডাকব। ৫ জুন প্রস্তুতি ম্যাচ খেলব। যেহেতু আমাদের ঢাকাতে খেলা তাই খেলাটা ঢাকায় আয়োজন করতে চাইব। দুই একদিনের ভেতর ঠিক করা হবে। সাইবেরিয়া, সুদান ও ভুটানের সঙ্গে কথা হচ্ছে। আমরা সুদানকে প্রাধান্য দিচ্ছি, তারা আমাদের এখানে আসার আগ্রহ দেখিয়েছে।

এর আগে মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলে বাংলাদেশ। হামজা চৌধুরীর অভিষেকের ম্যাচে বাংলাদেশ ম্যাচটি গোলশূন্য ড্র করে। ওই ম্যাচে একাধিক ভুল না হলে জয় নিয়েই দেশে ফিরতে পারত বাংলাদেশ। বাফুফের এদিনকার সভায় সেটিও উঠেছিল আলোচনায়। কোচের কাছে জানতে চেয়ে জাতীয় দল কমিটি।

এ নিয়ে আমিরুল ইসলাম বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে পুঙ্খানুপুঙ্খ রুপে আলোচনা হয়েছে, কোচের কাছে অনেক কর্মকর্তারা জানতে চেয়েছে। ভুলত্রুটি সংশোধন করে সিঙ্গাপুরের বিপক্ষে যেন ভালো খেলতে পারে সে ব্যাপারে কোচকে উপদেশ দেওয়া হয়েছে। ’

কোচকে উপদেশ কিংবা সহায়তার জন্য এবার দল গঠনে একটি নির্বাচন কমিটি গঠন করার কথা ভাবছে ফেডারেশন। সেটি কেমন হবে তা জানিয়েছেন আমিরুল ইসলাম, ‘কোচকে সহায়তা করার জন্য তিন সদস্য বিশিষ্ট সাবেক খেলোয়াড়দের নিয়ে একটা সিলেকশন কমিটি বানানো হবে। তারা প্রতিটি খেলা দেখবে। কোন খেলোয়াড়রা কেমন খেলছে সেটা দেখবে। ’

এছাড়া এদিন আলোচনা হয়েছে জাতীয় দলের জন্য গোলরক্ষক কোচ নিয়োগ নিয়েও, ‘গোলকিপিং কোচ নিয়ে আলোচনা হয়েছে। সভাপতির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে দেশের বাইরে থেকে গোলকিপিং কোচ আনার। ’

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
টেস্ট দলে ডাক পাওয়ার খবরে ‘ঘেমে গিয়েছিলেন’ তানভীর Apr 24, 2025
img
আনিসুল হকের আস্থাভাজন তৌফিকার ৩৭ ব্যাংক হিসাব ফ্রিজ Apr 24, 2025
img
ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা গ্রেফতার Apr 24, 2025
img
নিজ বাসায় অভিনেতার মরদেহ উদ্ধার Apr 24, 2025
img
কথা মতো জামিন না দিলে বিচারককে বান্দরবানে পাঠিয়ে দিতো: শিশির মনির Apr 24, 2025
img
ইসলামাবাদ হাইকমিশনের সব কর্মী প্রত্যাহারসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ সিদ্ধান্ত মোদির Apr 24, 2025
img
অভিনয় নয় অন্য কৌশলে কোটি কোটি টাকা আয় শিল্পা শেট্টির Apr 24, 2025
img
‘গাড়িতে চড়েন, বিদেশে যান কিন্তু বলেন টাকা নেই’ Apr 24, 2025
img
পাকিস্তানিদের ভারত ছাড়তে ৪৮ ঘণ্টার সময়সীমা মোদী সরকারের Apr 23, 2025
img
বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার করবে না দিল্লির চাপে Apr 23, 2025