স্ত্রী রিয়া মনির পর আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে জীবননাশের হুমকি সহ নানা ধরনের ক্ষতি করার অভিযোগ করেছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভি রিয়াজ।
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) এ ঘটনায় ম্যাক্স অভি রিয়াজ রবিবার রাজধানীর খিলক্ষেত থানায় হিরো আলমের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। ২২ এপ্রিল রাতে খিলক্ষেত থানায় করা ওই জিডির নং ১২৭৭।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, তিনি এবং হিরো আলম দুজনেই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন ধরনের মিউজিক ও ড্যান্স ভিডিও করে থাকেন।
সেই সুবাদে দেড় মাস পূর্বে হিরো আলমের রামপুরাস্থ অফিসে এক বৈঠকে হিরো আলমের ইচ্ছানুযায়ী তার স্ত্রী মডেল রিয়ামনির সাথে তার কিছু মিউজিক ড্যান্স ভিডিও নির্মানের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী অভি রিয়াজ রিয়া মনিকে নিয়ে গত ১০ এপ্রিল কিছু মিউজিক ভিডিও’র রিলস তৈরি করে।
জিডি অনুযায়ী, গত ১৫ এপ্রিল রিলসগুলো রিয়াজ তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচার করে। ওইদিন রাতেই হিরো আলমের বাবা মারা যান এবং এর পর থেকে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির মধ্যে বিবাদ দেখা দেয়।
তাদের সেই বিবাদের সাথে হিরো আলম অভি রিয়াজকে জড়িয়ে গত ১৬ এপ্রিল রিয়াজকে অকথ্য ভাষায় গালি দিয়ে তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল বিচ্ছিন্ন করা সহ তার পরিবারের লোকজনকে জীবন নাশের হুমকি দেয়।
জিডির সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার এসআই মিঠুন চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ফেসবুক আইডি সংক্রান্ত বিষয়টি ডিবির সাইবার ইউনিটে আজকেই পাঠানো হবে।’
গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের ৭৫ বছর বয়সী পালক বাবা আবদুর রাজ্জাক মারা যান। পরদিন বুধবার বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
১৭ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে স্ত্রী রিয়া মনিকে ডিভোর্স দেবেন বলে ঘোষণা দেন হিরো আলম। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না। এর আগে হাসপাতালে অসুস্থ বাবার পাশে না থাকার অভিযোগে স্ত্রী রিয়াকে ‘বয়কটের’ ঘোষণা দিয়েছিলেন হিরো আলম।
হিরো আলমের ওই মন্তব্যের পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে রিয়ামণি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি উল্লেখ করেন হিরো আলম মানসিকভাবে ঠিক নেই।
তিনি পরকিয়ায় আসক্ত। একই সাথে তিনি অভিযোগ করেন হিরো আলম তাকে হত্যার হুমকি দিয়েছেন।
প্রসঙ্গত, হিরো আলম ২০১৭ সালে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। পরে একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই ২০২২ সালে দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহানকে ডিভোর্স দিয়ে হিরো আলম রিয়ামণিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন হিরো আলম।
এসএম/টিএ