ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে, তা জাতিকে কেন জানানো হচ্ছে না— এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তোলেন।
তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না, এমন প্রচারণা চালিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে কোনো কোনো মহল।
সরকার চাইলে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব বলে মনে করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আরএম/টিএ