নিজে কর দিয়ে সবাইকে করদানে উৎসাহিত করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান। শনিবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে করদানের বিষয়টি জানান এ অভিনেতা।
নিজের ভেরিফায়েড আইডি থেকে অমিত হাসান একটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে উপ-কর কমিশনারের কার্যালয়ে করদানের সনদ হাতে দেখা যায়।
ছবিটি পোস্ট করে অমিত হাসান লেখেন, ‘আমিই প্রথম কর দাতা (২০২৫-২০২৬ কর বর্ষে)। আমি কর দিয়েছি আপনিও দিন।’
অমিত হাসানের কর দানের ছবিটি প্রকাশের পর ভক্ত অনুরাগীরা মন্তব্য করে অভিনেতাকে সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘদিনের তারকা সহকর্মী ওমর সানীকেও মন্তব্য করতে দেখা গেছে অমিত হাসানের পোস্টে।
যেখানে তিনি অমিত হাসানকে অভিনন্দন জানিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রণীত হয়েছে। এবারের বাজেটটি বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে, যা পূর্ববর্তী বছরগুলোর বাজেটের তুলনায় ভিন্ন। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।
কেএন/টিএ