বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা চালু, কৃষি খাতে আধুনিকীকরণ, এবং তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই উদ্যোগগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের সুনাম বাড়াবে।
বুধবার (২৩ এপ্রিল) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নীলফামারীতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ” শীর্ষক এই কর্মশালায় রংপুর বিভাগের তৃণমূল নেতাকর্মীরা অংশ নেন।
তারেক রহমান আরও বলেন, বিএনপির প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের কাঠামো সংস্কার করা হবে এবং এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছাতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতেই হবে, কারণ আমরা ২০ কোটি মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছি।
তিনি অতীতে বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো মামলা-নিপীড়নের প্রসঙ্গ টেনে বলেন, “আমরা প্রতিশোধ নয়, বরং ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে জবাব দিতে চাই।”
কর্মশালায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। প্রায় ছয় শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন এবং ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এসএস/টিএ