ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফাইনালের অতিরিক্ত সময় পর্যন্ত খেলা গড়ালেও আলোক স্বল্পতার কারণে ম্যাচটি ১-১ সমতায় থেকে স্থগিত করা হয়। ম্যাচের বাকি ১৫ মিনিট অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল একই ভেন্যুতে, বিকেল সাড়ে তিনটায়—এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি।
বুধবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়, সভায় সভাপতিত্ব করেন লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী জানান, যদি বাকি সময়ে কোনো দল জয়ী না হয়, তবে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।
আবাহনীর সামনে একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ তারা ২৬ এপ্রিল কুমিল্লায় লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের মুখোমুখি হবে, আর মাত্র ৪৮ ঘণ্টা পরই ফাইনালের বাকি অংশ খেলতে হবে অন্য ভেন্যুতে। এতে তাদের ক্লান্তি ও প্রস্তুতির ওপর প্রভাব পড়তে পারে।
ম্যাচ স্থগিত হওয়ার আগেই অতিরিক্ত সময়ের ১২ মিনিটে বসুন্ধরার ফয়সাল ফাহিম লাল কার্ড পান, যা আবাহনীকে সংখ্যাগত সুবিধা দেয়। তাই আবাহনী চেয়েছিল ম্যাচটা সেদিনই শেষ করতে। তবে রেফারির সিদ্ধান্তে তা সম্ভব হয়নি, যা নিয়ে ফুটবল অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।
দুটি দলের বাড়তি খরচ নিয়ে বাফুফের পক্ষ থেকে এখনো কোনো আর্থিক ক্ষতিপূরণ নির্ধারিত হয়নি। তবে যদি কোনো ক্লাব থেকে এ বিষয়ে আবেদন আসে, তাহলে ভবিষ্যতে তা বিবেচনায় নেওয়া হতে পারে বলে জানান জাকির হোসেন চৌধুরী।
এসএস/টিএ