ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত রাখতে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উভয় কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয় ধানমণ্ডি থানায়।
ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন এবং ধানমণ্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ এই আলোচনায় উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, এই তিন কলেজসহ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ মিলে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবে, যার উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ প্রতিরোধ করা।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, ইতোমধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হয়েছে, যাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবেন। এই গ্রুপে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান করে যেকোনো উত্তেজনা দ্রুত মোকাবিলা করা যাবে।
মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ডিসি মাসুদ বলেন, “দুই পক্ষই শিক্ষার্থী হওয়ায় আপাতত সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছি। যারা জড়িত ছিল, তাদের শনাক্ত করে অভিভাবকদের ডেকে বোঝানো হবে। ভবিষ্যতে আবার এমন ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশ, পথচারী, সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় দুই কলেজের পাঠদান দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এসএস/টিএ