কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বগুড়া যাচ্ছিল আলিফ পরিবহনের একটি বাস। বাসের চালকের আসনের নিচে কৌশলে লুকানো ছিল ১০ হাজার পিস ইয়াবা। বাসচালক আবদুর রশিদ জিলাদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার ভোররাতে ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলার কাহারু পাইকর এলাকার দিরাজ উদ্দিন জিলাদারের ছেলে আবদুর রশিদ জিলাদার। ইয়াবা পাচারে ব্যবহৃত আলিফ পরিবহনের বাসটি জব্দ করেছে পু্লিশ।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জানান, ইয়াবা পাচারের জন্য আলিফ পরিবহনের বাসটি ব্যবহার করা হতো। কোনো যাত্রী না নিয়ে রিজার্ভ লেখা স্টিকার লাগিয়ে ইয়াবা নিয়ে যাওয়া হতো ওই বাসে।
টাইমস/এসআই